ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে ওজনিয়াকি

প্রকাশিত: ০৭:০১, ২২ জানুয়ারি ২০১৮

কোয়ার্টার ফাইনালে ওজনিয়াকি

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালের টিকেট কাটলেন ক্যারোলিন ওজনিয়াকি। রবিবার চতুর্থপর্বের ম্যাচে ডেনমার্কের এই টেনিস তারকা ৬-৩ এবং ৬-০ গেমে পরাজিত করেন স্লোভাকিয়ার মাগদালেনা রিবারিকোভাকে। শেষ আটে তার সামনে বড় বাধা এখন কার্লা সুয়ারেজ নাভারো। স্প্যানিশ টেনিস তারকা এদিন কঠিন লড়াইয়ের পর ৪-৬, ৬-৪ এবং ৮-৬ গেমে পরাজিত করেন এস্তোনিয়ার এ্যানেট কোন্টাভিটকে। দিনের অপর ম্যাচে রোমাঞ্চকর জয়ে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন বেলজিয়ামের এলিস মার্টেন্সও। বিশ্ব টেনিসের আলোচিত তারকাদের মধ্যে ক্যারোলিন ওজনিয়াকি অন্যতম। কিন্তু দুর্ভাগ্য তার। এখন পর্যন্ত মেজর কোন শিরোপার স্বাদ পাননি তিনি। বেশ কয়েকবার গ্র্যান্ডস্লাম জয়ের সুযোগ তৈরি হলেও তীরে এসে তরী ডুবিয়েছেন ড্যানিশ এই টেনিস তারকা। তারপরও হাল ছাড়েননি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। লড়াই করে চলেছেন নিয়মিতই। গত বছরটাও দুর্দান্ত কেটেছে ওজনিয়াকির। বেশ কয়েকটি টুর্নামেন্টের ফাইনাল খেলা ড্যানিশ তারকা মৌসুম শেষ করেন ডব্লিউটিএ ফাইনালস জিতে। যে কারণেই এবার অস্ট্রেলিয়ান ওপেনে ফেবারিটের তকমাটা গায়ে মেখেই কোর্টে নামেন তিনি। শুরু থেকে খেলছেনও দুর্দান্ত। টানা চার জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছেন তিনি। রবিবার চতুর্থপর্বের ম্যাচে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা রীতিমতো উড়িয়েই দেন স্লোভাকিয়ার ১৯তম বাছাই মাগদালেনা রিবারিকোভাকে। ম্যাচ শেষে তাই দারুণ রোমাঞ্চিত ওজনিয়াকি। এ প্রসঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বারে থাকা ওজনিয়াকি নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘সে নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। তবে আমি কোর্টে শান্ত থেকে আক্রমণের অপেক্ষায় থেকেছি। এই জয়ের ফলে এখন আমি কিছুটা আত্মবিশবাসী তা বলতেই পারি।’ ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট উঁচিয়ে ধরতে হলে আরও তিনটি ম্যাচ জিততে হবে তার। সেই পথে এখন বাধা কার্লা সুয়ারেজ নাভারো। স্পেনের এই টেনিস তারকা প্রথম সেট হেরেও পরের দুটি জিতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন। কঠিন লড়াইয়ের পর শেষ আটের টিকেট কেটে উচ্ছ্বসিত এই স্প্যানিয়ার্ড। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আক্রমণাত্মক খেলিনি। তারপরও মনে হচ্ছিল ভাল খেলেছি। আমি আসলে এ রকমই খেলতে চাই। কিন্তু কখনও কখনও তা হয়ে ওঠে না। আমার দলের সবাই সবসময় আক্রমণাত্মক খেলতে বলে। এই ম্যাচটাতে আমি সেটা করতে পেরেছি।’ শেষ আটে প্রতিপক্ষ ওজনিয়াকি। অনুভূতিটা কেমন? এমন প্রশ্নের জবাবটা দারুণ আত্মবিশ্বাসের সঙ্গেই দিলেন নাভারো। তিনি বলেন, ‘ সে যে কেমন খেলে তা আমার খুব ভাল জানা। কোর্টে কতটা কঠিন হতে পারে তাও জানি আমি। আশাকরি দারুণ মজার একটা ম্যাচ হবে।’ এদিকে বেলজিয়ামের এলিস মার্টেন্স ৭-৬ (৭/৫) এবং ৭-৫ গেমে ক্রোয়েশিয়ার পেত্রা মার্টিচকে হারিয়ে চতুর্থ রাউন্ডের বাধা পার হন। সেই সঙ্গে অর্ধযুগ পর প্রথম বেলজিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন তিনি। তার আগে সর্বশেষ এই টুর্নামেন্টের শেষ আটে খেলেছিলেন কিম ক্লাইস্টার্স। দীর্ঘ সময় পর মার্টেন্সের সামনে এখন নতুন ইতিহাস গড়ার হাতছানি। সেই পথে বাধা এখন এলিনা সিতলিনা অথবা চেক প্রজাতন্ত্রের বাছাই ডেনিসা আলের্তোভা। নতুন মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন সিতলিনা। শুরুটা করেছিলেন ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট জিতে। অস্ট্রেলিয়ান ওপেনেও দুর্দান্ত খেলে চতুর্থ রাউন্ডে জায়গা করে নেন। এবারের আসরের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস খেলছেন না। ভেনাস উইলিয়ামস, মারিয়া শারাপোভা, গারবিন মুগুরুজারা ইতোমধ্যেই বিদায় নিয়ে ফেলেছেন। তাই সিতলিনা-কারবার কিংবা ওজনিয়াকিরাই এবার চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেক এগিয়ে।
×