ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কবি আল-আজাদের ‘আহত চিতা’ কাব্যগ্রন্থের প্রকাশনা

প্রকাশিত: ০৬:১৩, ২২ জানুয়ারি ২০১৮

কবি আল-আজাদের ‘আহত চিতা’ কাব্যগ্রন্থের প্রকাশনা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনায় মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রবীণ কবি ও সাংবাদিক আল-আজাদের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আহত চিতা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। জেলা প্রেসক্লাব এ প্রকাশনা উৎসবের আয়োজন করে। জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রবীণ চিকিৎসক ডাঃ এম এ হামিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, পশ্চিমবঙ্গের কবি স্বপ্নময় চক্রবর্তী, কবি অমর মিত্র, অধ্যাপক যতীন্দ্র সরকার, অধ্যাপক ননীগোপাল সরকার, অধ্যাপক বিধান মিত্র, কবি সরোজ মোস্তফা, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, মুক্তিযোদ্ধা ওসমান গনি তালুকদার, খন্দকার আনিছুর রহমান, রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, দৈনিক জননেত্র সম্পাদক এম মুখলেছুর রহমান খান ও কবি আল আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল।
×