ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে হকার উচ্ছেদ নিয়ে সংঘর্ষের ঘটনায় ৬ দিনেও মামলা হয়নি

প্রকাশিত: ০৫:৩২, ২২ জানুয়ারি ২০১৮

না’গঞ্জে হকার উচ্ছেদ নিয়ে সংঘর্ষের ঘটনায় ৬ দিনেও মামলা হয়নি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ চাষাঢ়া এলাকায় ফুটপাথে হকার বসানোকে কেন্দ্র করে সংসদ সদস্য শামীম ওসমান ও সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার ছয় দিনেও কোন মামলা হয়নি। গত মঙ্গলবারের গোলাগুলি, ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের সময়ে যে সব অস্ত্র ব্যবহার ও প্রদর্শন করা হয়েছে সেগুলো শনাক্ত বা উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। সংঘর্ষের সময় সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সাংবাদিকরা। এদিকে রবিবারও বঙ্গবন্ধু সড়ক হকারমুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের অতিক্তি পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানান, গত মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় রবিবার পর্যন্ত কোন মামলা হয়নি। নিয়াজুলকে এখনও পাওয়া যায়নি। তবে তাকে গ্রেফতারে অভিযান চলছে। নারায়ণগঞ্জে হকার বসানো নিয়ে সংঘর্ষের সময় সন্ত্রাসীদের হামলায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজসহ বারো সাংবাদিক আহত হওয়ার ঘটনায় নিয়াজুল, শাহ নিজামসহ হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন। অন্যথায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমস্ত সংবাদ বর্জন করা হবে বলে ঘোষণা দিয়েছে তারা। রবিবার বিকেলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে দেয়া স্মারকলিপিতে তারা একথা বলেন।
×