ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীপুরে প্রহরীকে বেঁধে সোনার দোকানে ডাকাতি

প্রকাশিত: ০৪:২৫, ২২ জানুয়ারি ২০১৮

 শ্রীপুরে প্রহরীকে বেঁধে সোনার দোকানে ডাকাতি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুর বাজারে নৈশপ্রহরীদের হাত-পা বেঁধে রেখে এক স্বর্ণের দোকানে ডাকাতি করেছে ডাকাতদল। তারা ওই দোকানের তিনটি সিন্ধুক ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। শ্রীপুর মডেল থানার পার্শ্ববর্তী ওই বাজারে ডাকাতির এ ঘটনার জন্য ব্যবসায়ী ও স্থানীয়রা পুলিশের অবহেলা ও সঠিকভাবে দায়িত্ব পালন না করাকে দায়ী করেছেন। দোকান মালিক দীপক সেনসহ বাজারের প্রহরী ও স্থানীয়রা জানায়, শনিবার মধ্যরাতে শ্রীপুর মধ্যবাজার এলাকায় ১৫/১৬ জনের সশস্ত্র একদল ডাকাত হানা দেয়। এ সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে বাজারের নৈশপ্রহরী আব্দুল খালেক (৪৮) ও আলাল উদ্দিনের (৬৫) হাত-পা ও মুখ বেঁধে একটি গাছের নিচে ফেলে রাখে। পরে ডাকাতরা প্রহরীদের লাঠি ও বাঁশি ছিনিয়ে নিয়ে প্রহরীর কাজ শুরু করে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে। এ সময় ওই এলাকা দিয়ে যাওয়ার পথে আব্দুল আলী (৬০) নামের বাজারের এক চা বিক্রেতাকেও আটক করে হাত-পা বেঁধে তাকে ফেলে রাখে। পরে ডাকাতদলের কয়েক সদস্য ওই বাজারের ‘অন্তি অরুণ সেন শিল্পালয়’ নামের একটি স্বর্ণালঙ্কারের দোকানে হানা দেয় এবং তালা ভেঙ্গে দোকানের ভেতরে প্রবেশ করে। তারা প্রায় দু’ঘণ্টাব্যাপী ডাকাতিকালে দোকানের তিনটি সিন্ধুক ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে প্রহরীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রবিবার ভোরে তাদের উদ্ধার করে।
×