ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিবি পরিচয়ে অপহরণ

মুক্তিপণের টাকাসহ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৩, ২২ জানুয়ারি ২০১৮

  মুক্তিপণের টাকাসহ  ছাত্রলীগ কর্মী  গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীকে অপহরণ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীসহ ৪ জনের বিরুদ্ধে রবিবার সদর থানায় অপহরণ মামলা হয়েছে। পুলিশ অপহরণ ঘটনায় জড়িত থাকায় ছাত্রলীগ কর্মী রেজাউল করিম রানাকে মুক্তিপণের ২০ হাজার টাকাসহ গ্রেফতার করেছে। মামালার আসামিরা হলেন ছাত্রলীগ কর্মী রেজাউল করিম রানা, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক অনিক পাল, শান্ত ও পাভেল । ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বছিউড়া গ্রামের জহিরুল ইসলাম বাদী হয়ে অপহরণ মামলাটি দায়ের করেন। জানাযায়, সফিকুল ইসলাম ২০ জানুয়ারি হেঁটে কাউতলীর যাওয়ার সময় অপহরণকারীরা প্রথমে একটি মোটরসাইকেল নিয়ে ৩ জন তার গতিরোধ করে। ডিবির লোক পরিচয় দিয়ে উর্ধতন অফিসারের নির্দেশে তাকে গ্রেফতার করতে এসেছি। এরই মধ্যে অন্য একজন মোটরসাইকেল নিয়ে সে নিজেকে ডিবি অফিসার বলে পরিচয় প্রদান করে। পরবর্তীতে তারা শহরের অবকাশের বিপরীতে একটি অজ্ঞাত স্থানে (পরিত্যক্ত রুমে) নিয়ে অস্ত্র আছে বলে অনিক পাল তাকে বেধম মারধর করে। তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা রেজাউল করিম রানা নিয়া যায়। জানে বাঁচতে তাদের আরও ৫ লাখ টাকা মুক্তিপণ দিতে বলে। মুক্তিপণের টাকা জন্য তার চাচাত ভাই মনিরকে টাকা জোগাড় করে আসামিদের প্রদত্ত বিকাশ নাম্বার এ অথবা সরাসরি পৌঁছে দিতে অথবা মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ বাবদ ২ লাখ টাকা কাজীপাড়া ঈদগাহ মাঠে আনতে বলে। ঘটনাটি সাক্ষী মনিরুল ইসলামের সন্দেহ হলে মনিরুল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শককে (তদন্ত) জানালে তিনি থানা থেকে পুলিশ পাঠিয়ে মুক্তিপণের টাকা নিতে আসা আসামি রেজাউল করিম রানাকে টাকা গ্রহণ করার সময় হাতে নাতে ধরে ফেলে।
×