ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে ফের দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:২২, ২২ জানুয়ারি ২০১৮

 যশোরে ফের দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে রবিবার ভোরে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের বয়স ৩০-এর মতো। যশোর সদরের রঘুরামপুর ও বাঘারপাড়ার ভাঙ্গুড়া থেকে এই লাশ উদ্ধার হয়। পুলিশ জানান, রবিবার ভোরে পুলিশ খবর পায় যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য পুলিশ নিহত সন্ত্রাসীর লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ১টি দেশী তৈরি ওয়ানশূটার গান, ১ রাউন্ড গুলি, ৫টি গুলির খোসা, ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যদিকে বাঘারপাড়ায় অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে। রবিবার সকালে পুলিশ স্থানীয়দের সংবাদে যশোর-নড়াইল রোডের ভাঙ্গুড়া নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করে। এর আগে শনিবার ভোরে যশোরে পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয় চার ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এদিন যশোর সদর ও ঝিকরগাছা উপজেলা থেকে এই চারটি লাশ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে নিহত চার ডাকাতের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ঝিনাইদহ নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, কালীগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ৩০-৩৫ বছর হবে। রবিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মান্দারবাড়িয়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মাগুরা নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, রবিবার বিকেলে শালিখা থানা পুলিশ উপজেলার ছয়ঘরিয়ায় ঝোপ থেকে গুলিবিদ্ধ এক কিশোরের লাশ উদ্ধার করেছে। তার বয়স ১৬/১৭ বছর। তার পরিচয় জানা যায়নি। সাতক্ষীরা স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, কলারোয়ায় গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে কলারোয়া উপজেলার তিতলি চারাবটতলা নামক স্থান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। অজ্ঞাত যুবকের নাম পরিচয় জানা যায়নি। তার মাথায় গুলিবিদ্ধ ছিল। ধারণা করা হচ্ছে খুব কাছ থেকে তার তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।
×