ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছয়টিতে কর্মবিরতি অব্যাহত

১১ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১৮, ২২ জানুয়ারি ২০১৮

 ১১ দফা দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মজুরি কমিশন বাস্তবায়ন ও সকল বকেয়া মজুরি প্রদানসহ ১১ দফা দাবিতে রবিবার খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছে। বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এই লাঠি মিছিল করা হয়। এদিকে বকেয়ার দাবিতে খুলনা-যশোর অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মধ্যে ৬টিতে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। রবিবার পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন বাদে ২১ কর্মদিবস এই মিলগুলোর উৎপাদন বন্ধ রয়েছে। জানা গেছে, কয়েক সপ্তাহের মজুরি বকেয়া পড়ায় বিক্ষুব্ধ শ্রমিকেরা গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত বিজেএমসি খুলনা-যশোর অঞ্চলের ৯টি পাটকলের মধ্যে স্টার, প্লাটিনাম, দৌলতপুর, ক্রিসেন্ট, ইস্টার্ন, জেজে আই ও আলীম জুট মিলের উৎপাদন বন্ধ করে দেয়। এদিন যশোর অঞ্চলের কার্পেটিং এবং খুলনার খালিশপুর জুট মিলের উৎপাদন চালু থাকলেও ৩০ ডিসেম্বর থেকে খালিশপুর জুটমিলের শ্রমিকরাও কর্মবিরতি শুরু করেন। পরবর্তীতে গত বৃহস্পতিবার বকেয়া মজুরির আংশিক পওয়ায় দৌলতপুর ও খালিশপুর জুট মিলের শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদান করেন। তবে এই দুই পাটকলের শ্রমিকরা রবিবার সাময়িক কাজ বন্ধ রেখে ১১ দফা দাবিতে লাঠি মিছিলে অংশ নিয়ে আবার কাজে ুফিরে যান। জানা যায়, ১১ দফা দাবিতে বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদ ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রবিবার বেলা ১১টার দিকে খালিশপুরের ক্রিসেন্ট, প্লাটিনাম জুবিলী জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, দিঘলিয়ার স্টার জুট মিল, আটরা শিল্প এলাকার আলীম জুট মিল, ইস্টার্ন জুট মিল এবং নওয়াপাড়া শিল্প এলাকার যশোর জুট ইন্ডাস্ট্রি (জেজেআই) জুট মিলের শ্রমিকরা লাঠি মিছিল করেছে।
×