ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভালুকায় মিল শ্রমিকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০২:৩৫, ২১ জানুয়ারি ২০১৮

ভালুকায় মিল শ্রমিকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকায় মিল শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২০জানুয়ারী) বিকেলে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, জামিরদিয়া মাস্টারবাড়ী এস কিউ গ্রুপের কালার মাস্টার ফ্যাক্টরীতে কর্মরত লিংকিং অপারেটর ত্রিশাল উপজেলার লাল মিয়ার ছেলে নাঈম মিয়া (২২) বুকের বামপাশে মেশিনের নিডেলের আঘাতে নিহত হয়। পরে ফ্যাক্টরী কর্তৃপক্ষ বিষয়টিকে ধামা চাপা দিতে নিহতের লাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে রবিবার (২১ জানুয়ারী) সকালে ৭ শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ে। তাদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। রোজিনা আক্তার, আইডি নং-১০০৫১, লাইন -৭, সেকশন- লিংকিং এবং তাছলিমা আক্তার, আইডি নং-৯৩৩২, লাইন -৭, সেকশন-লিংকিং। এ ব্যাপারে এসকিউ গ্রুপের এইচ আর এডমিন ম্যানেজার মাহমুদুল হক জানান, মৃত শ্রমিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ খবরে ৭ শ্রমিক অসুস্থ্য হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পৌছে দেয়া হয়েছে এবং লিংকিং সেকশনের সবাইকে ছুটি দিয়ে দেয়া হয়। ময়মনসিংহ-৫ শিল্প পুলিশের এসপি বিল্লাল হোসেন জানান, প্রাথমিক ধারনা করা হচ্ছে নিহত ব্যাক্তি স্টোক করে মারা গেছেন। ময়নাতদন্ত রির্পোটের পর বিস্তারিত বলা যাবে। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×