ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে গণতান্ত্রিক ঐক্যপরিষদের জয়

প্রকাশিত: ০১:৪২, ২১ জানুয়ারি ২০১৮

ঢাবি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে গণতান্ত্রিক ঐক্যপরিষদের জয়

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। ২৫ জন প্রতিনিধির মধ্যে ২৪ জনই গণতান্ত্রিক ঐক্য পরিষদ থেকে নির্বাচিত হয়েছে। আর বাকী একজন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন। রবিবার বিকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন ও ঢাকা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ। গণতান্ত্রিক ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন- মো: আতাউর রহমান প্রধান (প্রাপ্ত ভোট ১২,৯৬৭), এ. এস. এম. মাকসুদ কামাল (প্রাপ্ত ভোট ১২,০৪৬), এম. ফরিদ উদ্দিন (প্রাপ্ত ভোট ১১,৯৬৮), এ. আর. এম. মঞ্জুরুল আহসান বুলবুল (প্রাপ্ত ভোট ১১,৯২৪), এস. এম. বাহালুল মজনুন (প্রাপ্ত ভোট ১১,৫৯৬), মুহাম্মদ আবদুস সামাদ (প্রাপ্ত ভোট ১১,৫৬৮), জিনাত হুদা (প্রাপ্ত ভোট ১১,৫৫৭), অসীম সরকার (প্রাপ্ত ভোট ১১,৩৩৫), এম. ইকবাল আর্সলান (প্রাপ্ত ভোট ১১,২২০), সাদেকা হালিম (প্রাপ্ত ভোট ১১,১৬৭), মাহফুজা খানম (প্রাপ্ত ভোট ১১,১২০), তাজিন আজিজ চৌধুরী (প্রাপ্ত ভোট ১১,০৮৫), এমরান কবির চৌধুরী (প্রাপ্ত ভোট ১১,০৩৩), এ. এইচ. এম. এনামুল হক চৌধুরী (প্রাপ্ত ভোট ১০,৯২৪), মো: লিয়াকত হোসেন মোড়ল (প্রাপ্ত ভোট ১০,৮৩৮), মো: আলাউদ্দিন (প্রাপ্ত ভোট ১০,৭৮৬), সৈয়দ হুমায়ুন আখতার (প্রাপ্ত ভোট ১০,৭৩৯), রামেন্দু মজুমদার (প্রাপ্ত ভোট ১০,৬৮১), এ. বি. এম. বদরুদ্দোজা (প্রাপ্ত ভোট ১০,৬৭২), নিজাম চৌধুরী (প্রাপ্ত ভোট ১০,৫২৮), মো: আব্দুল আজিজ (প্রাপ্ত ভোট ১০,৫১২), মোহাম্মদ আব্দুল বারী (প্রাপ্ত ভোট ১০,৪৫২), রঞ্জিত কুমার সাহা (প্রাপ্ত ভোট ৯,৯৬৭) এবং মো: নাসির উদ্দিন (প্রাপ্ত ভোট ৯,৮১৮)। জাতীয়তাবাদী পরিষদের একমাত্র বিজয়ী প্রার্থী হলেন আ. ফ. ম. ইউসুফ হায়দার (প্রাপ্ত ভোট ১০,৫০০)। এর আগে তিনধাপে হওয়া এ নির্বাচনের ধারাবাহিকতায় শনিবার সকাল ৯টা থেকে ঢাবি ক্যাম্পাসের তিনটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। রবিবার ফল ঘোষণার পূর্বে অধ্যাপক নাসরিন আহমেদ বলেন, ‘সঠিকভাবে ভোট গণনা করা হয়েছে। এ পর্যন্ত কারো অভিযোগ আমরা পাইনি। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ৮০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৪৩,৯৯৭জন। নির্বাচনে ভোট পড়েছে মোট ২২,৬৪২টি। তন্মধ্যে ১,২৬০টি ভোট বাতিল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ৪৬ (১৪) ধারা অনুযায়ী ভোটার আইডি কার্ড দেখিয়ে ভোটাররা ভোট প্রদান করেন। এবারের নির্বাচনে তিনটি প্যানেল থেকে প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করেছেন। প্যানেল তিনটি হলো- গণতান্ত্রিক ঐক্য পরিষদ, জাতীয়তাবাদী পরিষদ এবং প্রগতি পরিষদ।
×