ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোনার বাংলা গড়তে হবে মুক্তিযুদ্ধের চেতনায় ॥ ডিআইজি রংপুর রেঞ্জ

প্রকাশিত: ০১:০৪, ২১ জানুয়ারি ২০১৮

সোনার বাংলা গড়তে হবে মুক্তিযুদ্ধের চেতনায় ॥ ডিআইজি রংপুর রেঞ্জ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ ‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’ ‘অসহায় ও শীতার্ত মানুষের জন্য’ আর্তমানবতার সেবায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় পলাশবাড়ী থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে দুঃস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল-সোয়েটার বিতরণ করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার মো. গোলাম ফারুক (বিপিএম-পিপিএম)। এসময় তিনি বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন কাজেই শুধু লিপ্ত নন তারা বিভিন্ন সময় মানুষের দুঃখ-দুর্দশার পাশেও এসে দাঁড়ান। তিনি আরও বলেন, জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকান্ডসহ মানুষকে পুড়িয়ে মারার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে জঙ্গীদের থাবা কঠোর হস্তে দমন করতে হবে। শুধু শীতবস্ত্র বিতরণই নয়, দরিদ্র অসহায় মানুষ বলে কোন পুলিশ সদস্য যদি কাউকে হয়রানি করে তা বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলা গড়তে হবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাইবান্ধা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম)। এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন, উপ-পুলিশ কমিশনার ডিসি-এসএজি-সিটিটিসি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম-পিপিএম), মো. শহীদুল¬াহ উপ-পুলিশ কমিশনার (ডিএমপি), মো. আশাদুজ্জামান এডিসি-ডিবি-ডিএমপি, রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম), পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) নবীউল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, জাসদ সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নুরুজ্জামান প্রধান, আ’লীগ নেতা শহিদুল ইসলাম বাদশা, এনামুল হক মকবুল, আজাদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, মোটর শ্রমিক সভাপতি আব্দুস সোবহান মন্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান।
×