ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় কমিউনিটি ক্লিনিকের কর্মীদের ২য় দিন কর্মবিরতি

প্রকাশিত: ০১:০৩, ২১ জানুয়ারি ২০১৮

গাইবান্ধায় কমিউনিটি ক্লিনিকের কর্মীদের ২য় দিন কর্মবিরতি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ চাকরি জাতীয়করণের দাবীতে গাইবান্ধায় কমিউনিটি ক্লিনিকের কর্মী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার-সিএইচসিপিরা রোববার দ্বিতীয়দিনের মত সদর উপজেলা স্বাস্থ্য কমপে¬¬ক্স কর্মকর্তার কার্যালয় চত্বরে জেলার সকল কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করে। জেলা সিএইচসিপি এসোসিয়েশনের উদ্যোগে জেলার সাত উপজেলায় এক সাথে এই কর্মসূচী পালিত হয়। কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক মো. শাহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সদস্য সচিব মো. নঈম হোসেন, আকতারা বেগম, আবু শামীম প্রমুখ। বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিক কর্মীরা জেলার চরাঞ্চলসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে ২শ’ ৯৪টি ক্লিনিকে স্বল্প বেতনে সাধারণ মানুষের সেবা প্রদান করে আসছে। তদুপরি এসব কমিউনিটি ক্লিনিক থেকে নারী, শিশু ও গর্ভবতী মায়েদের বিভিন্ন সেবাসহ ৩২ প্রকার ওষুধ প্রদান করা হচ্ছে। কিন্তু তারা তাদের যে সামান্য বেতন দেয়া হচ্ছে তাতে একটি পরিবারের মৌলিক চাহিদাও পুরণ হচ্ছে না। ফলে তাদেরকে পরিবার পরিজন নিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই বক্তারা অতিদ্রুত সিএইচসিপিদের চাকরি রাজস্বকরণের আওতায় আনার দাবি জানান। বক্তারা আরও বলেন, ২০১৩ সালে তাদের চাকরি জাতীয়করণের আশ্বাস দিয়ে সিভিল সার্জনদের কাছে সংশি¬ষ্ট কর্তৃপক্ষ পত্র প্রদান করে। পরবর্তীতে ২০১৫ এবং ২০১৬ সালে স্বাস্থ্যমন্ত্রী চাকরি জাতীয়করণসহ বেতন বৃদ্ধিরও আশ্বাস প্রদান করেন। কিন্তু এখন পর্যন্ত কোন আশ্বাস বাস্তবায়িত হয়নি। এছাড়া চাকরি জাতীয়করণের দাবি পূরণ না হলে তারা ঢাকা জাতীয় প্রেসক্লাবে আগামী ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করবে।
×