ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ধামইরহাটে বাস-মোটর বাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১॥ আহত ২

প্রকাশিত: ০০:৫৫, ২১ জানুয়ারি ২০১৮

ধামইরহাটে বাস-মোটর বাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১॥ আহত ২

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ রবিবার সকাল সাড়ে ৯টায় নওগাঁর ধামইরহাটে বাস ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরবাইক চালক নিহত হয়েছেন এবং ২ শিক্ষক আহত হয়েছেন। জানা গেছে, ঘটনার সময় ধামইরহাট উপজেলা থেকে এসিআই ওষুধ কোম্পানীর র্রিপ্রেজেন্টেটিভ রংপুর সদরের গুলাইবোদাই গ্রামের বাচ্চা মিয়ার ছেলে মোঃ মবিনুল ইসলাম বিপুল মোটরবাইক যোগে নওগাঁ-নজিপুর সড়কের বিহারীনগর বিজ্রের নিকট পৌঁছলে জয়পুরহাটগামী একটি পিকনিকের বাস (ঢাকা মেট্রো-ব ০২-০০১৮) মোটরবাইক আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরবাইক চালক মবিনুল মারা যায়। খবর পেয়ে ধামইরহাট থানার ওসি মু. রকিবুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে ছুটে যান এবং ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে নিহতের স্ত্রী মৌসুমী বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত রিপ্রেজেন্টেটিভ মুবিনুল ধামইরহাট পতœীতলার এলাকায় দায়িত্বরত ছিলেন এবং সস্ত্রীক বসবাস করতেন। এদিকে এই ঘটনার ৩০ মিনিট পূর্বে ধামইরহাট সফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবুসহ চকময়রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রনি রাজশাহী শিক্ষা বোর্ডে পিকআপ যোগে যাত্রাকালে আমবাটি আমিনাবাদ মোড়ে একই বাস তাদেরকে ধাক্কা দিলে দুই শিক্ষক গরুত্বর জখম হন। পরে তাদের পতœীতলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
×