ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবার শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ

প্রকাশিত: ০০:০৮, ২১ জানুয়ারি ২০১৮

এবার শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ

অনলাইন রিপোর্টার ॥ শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নিখোঁজের তিন দিনের মাথায় মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় বনানী ও হাজারীবাগ থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাদের পরিবার। এদিকে, এই দুই কর্মকর্তা নিখোঁজের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শনিবার হাজারীবাগের বসিলা এলাকায় নিজের নির্মাণাধীন বাড়ি দেখতে যান শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন। সেখান থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তার ভাই সাহাবুদ্দিন জিডি করেছেন। জিডি নম্বর ৯৪৬। আমরা তদন্ত শুরু করেছি। সর্বশেষ তার মোবাইলের অবস্থান বসিলায়ই ছিল। বর্তমানে তার মোবাইল ফোনটি বন্ধ। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তারাও জানিয়েছেন, সর্বশেষ গতকাল শিক্ষামন্ত্রীর পিও মো. মোতালেব হোসেনকে রাজধানীর বসিলা এলাকা থেকে কয়েক ব্যক্তি মাইক্রোবাসে করে নিয়ে যায়। মোতালেব এখানে তাঁর নির্মাণাধীন বহুতল বাড়ির কাজ তদারক করতে গিয়েছিলেন। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে প্রেষণে কর্মরত উচ্চমান সহকারী নাসিরউদ্দিন নিখোঁজ হন। তিনি খিলক্ষেত এলাকার লেকসিটি কনকর্ডে থাকতেন।
×