ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলায় কোটি টাকার অফার দিচ্ছে 'ইভালোনা'

প্রকাশিত: ২৩:৩১, ২১ জানুয়ারি ২০১৮

বাণিজ্যমেলায় কোটি টাকার অফার দিচ্ছে 'ইভালোনা'

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে ক্রেতা আকর্ষণে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অফারের ব্যবস্থা করেছে। আকর্ষণীয় সব অফারের কারণে ক্রেতা-দর্শনার্থীরাও ভিড় করছে স্টলগুলোতে। সেই ভিড় দেখা গেছে 'ইভালোনা একুয়াটিকা' প্যাভিলিয়নেও। মাত্র ৫ হাজার টাকা কিস্তি দিয়ে কুয়াকাটায় পাঁচ তারকা হোটেলের মালিক হওয়ার সুযোগের পাশাপাশি বাণিজ্য মেলায় বুকিং দিলে কোটি টাকা জেতার সুযোগ দিচ্ছে ইভালোনা লিমিটেড প্রতিষ্ঠানটি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৬০ নং স্টলে রয়েছে প্রতিষ্ঠানটির প্যাভিলিয়ন 'ইভালোনা একুয়াটিকা'। যারা কুয়াকাটায় ৪৫ বিঘা জমির ওপর নির্মাণ করতে যাচ্ছে ওয়াটার পার্কসহ পাঁচ তারকা মানের হোটেল। ইভালোনা লিমিটেডের পরিচালক নজরুল ইসলাম বলেন, আমাদের হোটেলটি কুয়াকাটার দক্ষিণ দিকে অবস্থিত। মূলত ৪৫ বিঘা জমির ওপর পাঁচ তারকা মানের হোটেলটি নির্মিত হবে। যেখান থেকে সূর্য অস্ত ও উদয় দুটোই সুন্দরভাবে উপভোগ করা যাবে। এটা বাংলাদেশে প্রথম, যে হোটেলের সঙ্গে পূর্ণাঙ্গ ওয়াটার পার্কের সব সুবিধা পাওয়া যাবে। কারো কোন সন্দেহ থাকিলে বিষয়টি নিয়ে খোঁজ নেওয়ার আহ্বানও জানান তিনি। একই সাথে কেউ বিনিয়োগ করতে চাইলে নি:সন্দেহে নির্ভয়ে বিনিয়োগ করতে পারে বলেও জানান । প্রকল্প সম্পর্কে জানা গেছে, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ৩ দশমিক ৫ কিমি পশ্চিমে সূর্যাস্ত পয়েন্টে ৪৫ বিঘা জমির উপর নির্মাণ হবে বিলাসবহুল ও আধুনিক বিনোদন কেন্দ্র ইভালোনা একুয়াটিকা। যেখানে থাকবে রিসোর্ট, ওয়াটার পার্ক ও আন্তর্জাতিক মানসম্পন্ন পাঁচ তারকা হোটেল। হোটেলে থাকছে ২৮২ রুম, রেস্তোরাঁ, বার, লাউঞ্জ, ড্যান্স ফ্লোর, ফিটনেস সেন্টার (জিম), স্পা, সুইমিং পুল, পুল বার, বিজনেস সেন্টার, মিটিং রুম, এক্সিকিউটিভ লাউঞ্জ, কনফারেন্স রুম এবং ট্রেনিং ফ্যাসিলিটি। এছাড়া থাকছে ইনডোর ও আউটডোর গেইম জোন, বারবিকিউ কর্নার, থ্রিডি মুভি থিয়েটার, গ্রান্ড বল রুম এবং হেলিপ্যাড। মাত্র ৩ লাখ টাকায় এর মালিক হওয়ার সুযোগ থাকছে। যার মাসিক কিস্তি ৫ হাজার টাকা। এর নির্মাণকাজ ২০১৮ সালে শুরু হয়ে শেষ হবে ২০২৪ সালে। প্রতিষ্ঠানটির সূত্রে আরো জানা যায়, পাঁচ তারকা হোটেলের সুবিধাসহ আরো থাকবে ইভালোনা একুয়াটিকা ওয়াটার পার্ক। ৬ লাখ ৬৮ হাজার বর্গফুট পার্ক এলাকায় থাকবে বিভিন্ন প্রকার রাইডস ও বিনোদনমূলক জোন। দর্শনার্থীরা পার্কে উপভোগ করবেন থ্রিল রাইডস, ফ্যামিলি রাইডস, চিল্ড্রেন রাইডস, ফুড কর্নার। এ বিষয়ে ইভালোনা'র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাদিক রহমান বলেন, ‘ভবিষ্যতে কুয়াকাটা পর্যটনের জন্য অন্যতম প্রধান কেন্দ্র হতে যাচ্ছে। সে চিন্তা থেকেই আমরা এ ধরনের প্রকল্প হাতে নিয়েছি। যেখানে সকল স্তরের মানুষ নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। আমরা বাণিজ্য মেলায় ৫ হাজার শেয়ার বিক্রি করছি। মেলা শেষে সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করব। বিজয়ী পাবে এক কোটি টাকা পুরস্কার। যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেলায় দেখা গেছে, প্রতিদিন স্টলে দর্শনার্থীদের ভিড় লেগে থাকছে। উপস্থিত স্টলের কর্মীরা নানা তথ্য দিচ্ছেন দর্শনার্থীদের। অনেক দর্শনার্থীদের মেলায় বুকিং দিতেও দেখা গেছে। ইভালোনার পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘আমরা শুধুমাত্র মেলা উপলক্ষে এই ছাড় দিচ্ছি। অনেকেই বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে সমস্যায় পড়েছেন। সকল ধরনের বিনিয়োগে ঝুঁকি থাকে। আমি বলবো আসুন জানুন তারপর বিনিয়োগ করুন।’
×