ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জার্মান, নেদারল্যান্ড ও বেলজিয়অমে ফ্রেদেরিকের দাপট

প্রকাশিত: ২০:৩৯, ২১ জানুয়ারি ২০১৮

জার্মান, নেদারল্যান্ড ও বেলজিয়অমে ফ্রেদেরিকের দাপট

অনলাইন ডেস্ক ॥ জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের উপরে তীব্র ভাবে আছড়ে পড়েছে ‘ফ্রেদেরিক’। যার জেরে প্রায় ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউরোপের এই দেশগুলো। মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। সোশ্যাল মিডিয়া সে সমস্ত ধ্বংসের ছবি দেখেছে। ধ্বংসের বাইরেও সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি এবং ভিডিও শেয়ার হয়েছে। যেগুলো একটু অন্য রকম। কোথাও মানুষ উড়ে যাচ্ছে তো কোথাও টয়লেট! এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার। জার্মান হাওয়া অফিস সূত্রে খবর, ২০০৭ সালের পর এই প্রথম এত ভয়াবহ ঝড় দেখা গিয়েছে। ঝড়ের গতিবেগ এতটাই বেশি ছিল যে, রাস্তা দিয়ে হেঁটে যেতে পারছিলেন না মানুষ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তা পার হতে চাইছেন। রাস্তায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঝড়ের তোড়ে নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তাতেই পড়ে যান। এবং সেই ভীষণ গতিবেগে বয়ে চলা ঝড়ের সঙ্গে রাস্তার উপরে কিছুটা ভেসে এগিয়ে যান। ঠিক একই রকম ভাবে শেয়ার হওয়া আর একটি ভিডিওতে দেখা যায়, গাড়ির মতোই একটি টয়লেট রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। সেটিও ঝড়ের দাপটের জেরেই। উল্টে পাল্টে অনেকখানি চলে গেল টয়লেটটি। ঝড়ে উড়িয়ে নিয়ে গেল আস্ত একটি ট্রাককেও! সেই ট্রাকে দুই ট্রাকচালক ছিলেন। তাঁরা দু’জনই মারা যান। সোশ্যাল মিডিয়ায় ট্রাকটি উড়িয়ে নিয়ে যাওয়ার ভিডিও অবশ্য শেয়ার হয়নি। কিন্তু একই রকম অন্য একটি ট্রাক উল্টে যাওয়ার ভিডিও শেয়ার হয়েছে। আবার এমন ছবিও শেয়ার হয়েছে, যাতে দেখা যাচ্ছে প্রায় এক নারকেল গাছ উপর দিয়ে আস্ত একটা গরু উড়ে যাচ্ছে! এই ছবিটি অবশ্য ফটোশপড। ছবিতে তার উল্লেখও রয়েছে। এমন কোনও ঘটনা সত্যি ঘটেছে কি না তা জানা যায়নি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×