ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বড় রানের লক্ষ্যে টসে জিতে জিম্বাবুয়ের ব্যাটিং

প্রকাশিত: ১৯:৪২, ২১ জানুয়ারি ২০১৮

বড় রানের লক্ষ্যে টসে জিতে জিম্বাবুয়ের ব্যাটিং

অনলাইন রিপোর্টার ॥ হারলেই শ্রীলঙ্কার বিদায়। আবার জিতলেই আশা থাকবে শ্রীলংঙ্কার । এই সমীকরণে প্রথমেই হটচ খেয়েছে শ্রীলঙ্কা। টসে হেরেছে এবং জিম্বাবুয়ে আগে ব্যাটিং করে জিতে এই ম্যাচেও ব্যাটিং এর সিন্ধান্ত নিয়েছে। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় ১২ টায়। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। এদিকে জিম্বাবুয়ের পর বাংলাদেশের কাছেও হেরে যায় হাথুরুর শিষ্যরা। তাই এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই দলটির। এ ম্যাচেও একটি পরিবর্তন এসেছে লংকান দলে। লাকশান সান্দাকান একাদশে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর হ্যামস্ট্রিং ইনজুরিতে চোটে আক্রান্ত হওয়া ম্যাথিউজের পরিবর্তে এ ম্যাচেও অধিনায়কত্ব করছেন চান্দিমাল। শ্রীলঙ্কা একাদশ উপল থারাঙ্গা, কুশল পেরেরা, দীনেশ চান্ডিমাল, ডিকভেলা, কুশল মেন্ডিস, আসলে গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, লাকশান সান্দাকান, নুয়ান প্রদীপ। জিম্বাবুয়ে একাদশ হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।
×