ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিল্লিতে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে মৃত ১৭

প্রকাশিত: ১৭:৫০, ২১ জানুয়ারি ২০১৮

দিল্লিতে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে মৃত ১৭

অনলাইন ডেস্ক ॥ ভারতের দিল্লির একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬’টা নাগাদ উত্তর দিল্লির বাওয়ানা শিল্পাঞ্চলের ওই কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পোঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। তবে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে দমকলের আরো ১০টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। দমকল সূত্রে খবর, কারখানার ভিতর প্লাস্টিক এবং অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের এক কর্মকর্তা জানিয়েছেন, কারখানাটি তিনতলা। ভিতরে প্লাস্টিকের মতো দাহ্য পদার্থে ঠাসা ছিল। ফলে আগুন ভয়াবহ আকার নেয়। স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত একতলায় ৩ জনের, দোতলায় ১৩ জন এবং কারখানার বেসমেন্ট থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। সূত্র ॥ আনন্দবাজার পত্রিকা
×