ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিটিভিতে ‘নিসর্গ ও নক্ষত্র’

প্রকাশিত: ০৫:৫৮, ২১ জানুয়ারি ২০১৮

বিটিভিতে ‘নিসর্গ ও নক্ষত্র’

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্বসাহিত্য বিষয়ক অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’ আজ ২-৪০ মিনিটে বিটিভিতে প্রচার হবে। ঈমাম হোসাইনের প্রযোজনায় অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন কবি মারুফ রায়হান। এবারের নিসর্গ ও নক্ষত্রের মূল আলোকপাত সায়েন্স ফিকশন বা বিজ্ঞান কল্পকাহিনী। আইজাক আসিমভের সৃষ্টি নিয়ে আলোচনা করেছেন ডাঃ মিজানুর রহমান কল্লোল। আসিমভের গল্প নিয়ে নির্মিত ‘আই, রোবট’ চলচ্চিত্রের দৃশ্য বাংলা সাবটাইটেলে দেখানো হয়েছে। গল্পকার এডগার এ্যালান পোকে স্মরণ করা হয়েছে। পঞ্চাশের মার্কিন গায়ক-গীতিকার-সুরকার রে চার্লসের ‘হিট দ্য রোড, জ্যাক’ আজও নতুন নতুন আঙ্গিকে চিত্রায়িত হয়ে চলেছে। অনুষ্ঠানে বাংলাদেশের কালজয়ী চিত্রশিল্পী এস এম সুলতান যেন জীবন্ত হয়ে উঠলেন তার একান্ত শিষ্য শিল্পী মাহবুব জামাল শামীমের স্মৃতিচারণে। এডগার এ্যালান পো একজন মার্কিন কবি, ছোট গল্পকার, সম্পাদক, সমালোচক এবং যুক্তরাষ্ট্রের রোমান্টিক সাহিত্য আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। অপরদিকে রাশিয়ায় জন্ম নেয়া মার্কিন লেখক আইজাক আসিমভকে অনেকে সাইন্স ফিকশন গল্পের জনকও বলে থাকেন। বাকি দুজন হচ্ছেন আর্থার সি ক্লার্ক ও রবার্ট হেইনলেইন। বিজ্ঞানের ভাষাকে কি করে গল্পের মাঝে জনপ্রিয় করে তোলা যায় তার অন্যতম একটি নিদর্শন হলো তার ‘গ্যালাকটিক এম্পায়ার’ সিরিজ।
×