ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোলম্যানের বিশ্বরেকর্ড

প্রকাশিত: ০৫:৫০, ২১ জানুয়ারি ২০১৮

কোলম্যানের বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ৬০ মিটার ইনডোর প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ান কোলম্যান। দক্ষিণ ক্যারোলিনার ক্লেমসনে অনুষ্ঠিত মিটে ৬.৩৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়ে অসামান্য এই কীর্তি গড়েন যুক্তরাষ্ট্রের ১০০ মিটার বিশ্ব আসরে রৌপ্য পদক জয়ী তারকা এ্যাথলেট। তার আগে এই ইভেন্টে ১৯৯৮ সালে ৬.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করে স্বদেশী সতীর্থ মরিস গ্রিন রেকর্ড ধরে রেখেছিলেন। যদিও কোলম্যানের নতুন এই রেকর্ড এখন বিশ্ব এ্যাথলেটিক্সের নিয়ন্ত্রণ সংস্থা আইএএএফ’র যাচাই বাছাইয়ের পরেই রেকর্ড বইয়ে আনুষ্ঠানিক অনুমোদন পাবে। মাত্র ২১ বছর বয়স কোলম্যানের। এটাই মৌসুমের প্রথম কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ তার। ফাইনালের আগে হিটে সময় নিয়েছিলেন ৬.৪৭ সেকেন্ড। এর আগে গত বছর ইউএস ইনডোর চ্যাম্পিয়নশিপেও তার সেরা টাইমিং ছিল ৬.৪৫ সেকেন্ড। এরপর ২০১৭ সালে ইউএস কলেজিয়েট চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে ৯.৮২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছিলেন তিনি। যা এই ইভেন্টে তার দ্রুততম টাইমিং। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্মের অন্যতম সেরা এ্যাথলেট হিসেবে বিবেচিত কোলম্যান। গত বছর লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জাস্টিন গ্যাটলিনের পরে ও গতিদানব উসাইন বোল্টের আগে থেকে ১০০ মিটারে রৌপ্য পদক জয় করেছিলেন। নতুন বছরের প্রথম প্রতিযোগিতায় দুর্দান্ত শুরু করে দারুণ রোমাঞ্চিত কোলম্যান। প্রতিযোগিতার শেষেই নিজের অভিমত প্রকাশ করে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘আমার ক্যারিয়ারের দুর্দান্ত সূচনা।’
×