ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নৌকা মার্কার মানুষ দুঃখী মানুষের দুঃখ কষ্ট বুঝে ॥ ভূমিমন্ত্রী

প্রকাশিত: ০২:৩৮, ২০ জানুয়ারি ২০১৮

নৌকা মার্কার মানুষ দুঃখী মানুষের দুঃখ কষ্ট বুঝে ॥ ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের নুরুন্নাহারের বাড়ির খোলা মাঠে, বাঁশেরবাদা কলেজ মাঠ ও বাবুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুল মাঠে দরিদ্রদের মাঝে দশ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি এসব শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে বিভিন্নস্থানে মন্ত্রী বলেন,বাংলাদেশের দুঃখী মানুষের জন্য মমতাময়ী মায়ের মতো যাঁর দয়া, শীতার্ত মানুষের জন্য যাঁর ব্যথা, প্রধানমন্ত্রী আমাদের হুকুম দিয়েছেন শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে। ৬০ বছরের বেশি বৃদ্ধ-বৃদ্ধা এবং দরিদ্র, যাদের লেপ তোশক নাই, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা মহিলাদের শীতের বস্ত্র বিতরণ করার হুকুম দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সোনার বাংলা গড়ার অঙ্গিকার নিয়েছিলেন। নৌকা মার্কার মানুষ দুঃখী মানুষের দুঃখ কষ্ট বুঝে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে শীতবসেন্ত্রর অভাবে কাউকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে শীতবস্ত্র বিতরণ করছে এবং তা অব্যাহত থাকবে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. ঈশ্বরদী ও আটঘরিয়ায় প্রায় চল্লিশ হাজার শীতবস্ত্র বিতরণ করেন। তিনি প্রতিটি এলাকায় সমবেত ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করেন সরকারের দেওয়া বিনামূল্যে বই সবাই পেয়েছে কি না? সকলেই জানায় তারা জানুয়ারির ১ তারিখেই বই পেয়েছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা চান এদেশের সকল মানুষের পেটের ভাত, পরনের কাপড়, মাথা গোঁজার ঠাই, সকলের জন্য শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।
×