ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিভ্রান্তি ছড়িয়ে ফয়দা লোটার চেষ্টা কারীরা দেশ ও জাতীর শত্রু ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০২:২৭, ২০ জানুয়ারি ২০১৮

বিভ্রান্তি ছড়িয়ে ফয়দা লোটার চেষ্টা কারীরা দেশ ও জাতীর শত্রু ॥ শিল্পমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা ॥ শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি বলেছেন, বর্তমান সরকার দেশের সমৃদ্ধি ও অগ্রগতির জন্য পদ্মাসেতু ও পায়রা বন্দনের মত বৃহত আকারের পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। সরকার শিক্ষানীতি ঘোষনা করার পরে বি.এন.পি ও তাদের দোসর জামাত ধুয়া তুলেছিলেন মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে। কিন্তু মাদ্রাসা বন্ধ হয়নি বরং মাদ্রাসার ছাত্ররা এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে। এই ধরনেল অপ প্রচারকারীরা জনগনের শত্রু এরা অপ প্রচার চালিয়ে জনগনকে বিভ্রান্ত করে জঙ্গীবাদ, মৌলবাদ সৃষ্টিকরে ফায়দা লোটার চেষ্টা করে আসছে। তিনি আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে বলেন প্রত্যেককে মানুষের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশের প্রচার চালিয়ে আগামী নির্বাচনে জনগনের রায় আদায় করতে হবে। তিনি শনিবার বিকেল ৪ টায় নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্তরে কুলকাঠি ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়ার্ড আওয়ামীলীগ ও আমেনা বেগম ইউনিয়ন উন্নয়ন শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। এই অনুষ্ঠানে প্রাথমিক স্তরের ১৯ টি বিদ্যালয় থেকে বাছাইকৃত ৩ শত ছাত্র ছাত্রীর মধ্যে মেধা ভিত্তিক ৭০ জনকে বৃত্তি প্রদান করেন। এদের মধ্যে ১৯ জন ট্রালেন্ট, ২১ জন সাধারণ ও ৩০ জনকে বিশেষ বৃত্তি প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায় ভাল কাজের জন্য সমাজ সেবা বিভাগের শাহিন গাজী, বিআরডিবির শেখ মোহাইমিদুল রহমান ও প্রাথমিক শিক্ষা বিভাগের হেমায়েত গাজীকে সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের আওয়ামীলীগের সভাপতি আলাহাজ্ব সরদার মো: শাহ আলম, জেলা আওয়ামী লীগ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান এ্যাড ইউনুচ লস্কর ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। ইউপি চেয়ারম্যান এইচ.এম আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অন্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুল আলম ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হেমায়েত উদ্দিন বক্তব্য রাখেন।
×