ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০১৯ সালের বিশ্ব এজতেমা ॥ ঘোষিত তারিখ এক সপ্তাহ পেছানোর পরামর্শ

প্রকাশিত: ০২:২০, ২০ জানুয়ারি ২০১৮

২০১৯ সালের বিশ্ব এজতেমা ॥ ঘোষিত তারিখ এক সপ্তাহ পেছানোর পরামর্শ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ২০১৯ সালের বিশ্ব এজতেমা অনুষ্ঠানের আগাম তারিখ নির্ধারণ করা হয়েছে। এবারের বিশ্ব এজতেমার প্রথম পর্ব শুরুর রাতে (১২জানুয়ারি) কাকরাইল মসজিদে শূরা সদস্য, মুরুব্বী ও ভক্তদের নিয়ে তাবলীগের বিশ্ব আমির মাওলানা সাদ পরামর্শ করে ২০১৯সালের বিশ্ব এজতেমার দুই দফার তারিখ ঘোষণা করেন। বিশ্ব এজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বলেন, ওইদিনের সভায় ২০১৯ সালের ১১, ১২ ও ১৩ জানুয়ারি বিশ্ব এজতেমার প্রথম পর্ব এবং ১৮, ১৯ ও ২০ জানুয়ারি দ্বিতীয় পর্ব আয়োজন করার সিদ্ধান্ত হয়। একই সভায় ওই বছরে ৩০নবেম্বর হতে ৪ ডিসেম্বর পাঁচদিন ব্যাপি জোড় এজতেমা অনুষ্ঠানেরও সিদ্ধান্ত হয়। এদিকে বিশ্ব এজতেমার অপর মুরুব্বী প্রকৌশলী মো. মাহফুজ জানান, ওই তারিখ ঘোষণার পর বাংলাদেশ সরকারের অনুরোধক্রমে তা এক সপ্তাহ পেছানোর জন্য বৈঠক করা হয়েছে। শুক্রবার রাতে এজতেমা ময়দানে ৬৪ জেলার সাথী ও জিম্মাদারদের নিয়ে ওই বৈঠক হয়। বৈঠকে আগামী বছরের বিশ্ব এজতেমার প্রথম পর্ব ১৮, ১৯ ও ২০জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে, যা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে। এটাই চুড়ান্ত হবে বলে আশা করছি।
×