ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মধুমেলার উদ্বোধন

প্রকাশিত: ০২:১২, ২০ জানুয়ারি ২০১৮

মধুমেলার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ মাইকেল মধুসূদন দত্তের ১৯৪ তম জন্মবার্সিকী পালন উপলক্ষে শনিবার সন্ধ্যায় কেশবপুরের সাগরদাঁড়ী মধু কবির জন্মগৃহে সাতদিন ব্যাপী মধুমেলার উদ্বোধন করা হয়েছে। কবির জন্মবার্ষিকী ও সাতদিন ব্যাপী মধুমেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, মধুসূদন দত্ত অভুতপূর্ব এক প্রবাদ পুরুষ ছিলের। তিনি পুরানো ধ্যান ধারনা উপেক্ষা করে বাংলা সাহিত্যের নতুন পথ দেখিয়েছেন। এ কারনে যশোরের সাগরদাঁড়ী ধন্য। আধুনিক বাংলা সাহিত্যে তিনি শুধু দেশ নয় পৃথিবীর বুকে নাম করেছেন। জাতি সূর্বন জয়ন্তী পালনের মাধ্যমে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রকাশ পাবে। এটা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত। প্রমান হয়েছে বাংলাদেশ উন্নয়ন করছে। এটা তলাবিহীন নয় । বাংলাদেস রোল মডেলের সহাসড়ক। ৪১ জননেত্রী শেখ হাসিনা হাত ধরে উন্নত দেশে পরিনত হবো। সেজন্য আবারও আপনাদের আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। নির্বাচন সম্পর্কে তিনি বলেন, এতোগুলো সিট পেয়ে এতো উন্নয়ন করে নির্বাচন না করে কি বসে থাকবো? না পালায়ে থাকরো ? এতো আয়োজন করার পরও যদি তারা নির্বাচনে না আসে তাহলে আমাদের কি করার আছে। তাদের গ্রহনযোগ্যতা আর শক্তি প্রকাশ পাবে নির্বাচনের পরে। যশোর বেনাপোল সড়কে গাছা কাটা নিয়ে তিনি বলেন, উন্নয়ন করা যেমন দরকার তেমনি পুরাতন গাছও আমাদের সম্পদ। আপনারা যদি উন্নয়ন না করতে দেন সেক্ষেত্রে অন্য জায়গায় করতে হবে। জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে মধুমেলার উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুরের এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ মনিরুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, যশোর জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পুলিশ সুপার আনিসুর রহমান, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোর ইন্সটিটিউটের সাধারন সম্পাদক শেখ রবিউল আলম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, আব্দুস সামাদ, প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান। মধুমেলা উদ্বোধনের আগে মন্ত্রী সাগরদাঁড়ী কপোতাক্ষ নদের তীরে নতুন ডাকবাংলো নির্মানের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
×