ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে ইউপি সদস্যর হামলায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: ০০:৫২, ২০ জানুয়ারি ২০১৮

বরিশালে ইউপি সদস্যর হামলায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে সালিশ বৈঠক শুরু হওয়ার পূর্বে বাগ্বিতন্ডার একপর্যায়ে ইউপি সদস্যর হামলায় জীতেন মল্লিক (৬০) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল নয়টার দিকে জেলার বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের মধ্যজিরাইল গ্রামে। বাকেরগঞ্জ থানার ওসি মোঃ মাসুদুজ্জামান জানান, দূর্গাপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য লিটন সরদারের শ্বশুড় পরিবারের সাথে একইবাড়ির জীতেন মল্লিকের জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। শনিবার সকালে বিরোধ মীমাংসার জন্য পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শুরুর পূর্বে বাগ্বিতন্ডার একপর্যায়ে ইউপি সদস্য লিটন সরদার হামলা চালিয়ে জীতেন মল্লিককে মারধর করে। এতে ঘটনাস্থলেই জীতেন মল্লিক মারা যায়। ওসি আরও জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে ইউপি সদস্য লিটন সরদার আত্মগোপন করেছেন।
×