ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সন্তান পরীক্ষার্থী হলে কেন্দ্র সচিব হতে পারবেন না পিতা

প্রকাশিত: ২৩:৫৮, ২০ জানুয়ারি ২০১৮

সন্তান পরীক্ষার্থী হলে কেন্দ্র সচিব হতে পারবেন না পিতা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ কেন্দ্রে পরীক্ষার্থী হিসেবে নিজের সন্তান থাকলে ওই কেন্দ্র সচিব হতে পারবেন না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। আসন্ন এসএসসি ও দাখিলের ভোকেশনাল বিভাগের পরীক্ষা কেন্দ্রের ক্ষেত্রে এমন নিয়ম করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (বাকাশিবো)। বোর্ডের সচিব নায়েব আলী মন্ডল এ তথ্য জানিয়েছেন। শনিবার দুপুরে রাজশাহী অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে সচিব তাদের এ তথ্য জানান। তিনি বলেন, শুধু সন্তানই নয়, স্ত্রী কিংবা স্বামী পরীক্ষার্থী হলেও হওয়া যাবে না কেন্দ্র সচিব। এক্ষেত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতিষ্ঠানের অন্য কোনো শিক্ষক কেন্দ্র সচিব বা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। বোর্ড সচিব বলেন, পরীক্ষা হলে একমাত্র কেন্দ্র সচিব নিজের কাছে মোবাইল ফোন রাখতে কিংবা ব্যবহার করতে পারবেন। অন্য কেউ ব্যবহার তো দূরের কথা, মোবাইল ফোন কাছেই রাখতে পারবেন না। তিনি জানান, পরীক্ষার্থীরা ঘড়ি ব্যবহার করতে পারবে না। এ জন্য প্রতিটি কক্ষে ঘড়ি রাখার জন্য কেন্দ্র সচিবদের নির্দেশনা দেন তিনি। রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসিমা খাতুন। সভাপতিত্ব করেন বাকাশিবোর সচিব নায়েব আলী মন্ডল। মতবিনিময় সভায় রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জের ৯৪টি কেন্দ্রের সচিবরা উপস্থিত ছিলেন। রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন। সভা সমন্বয় করেন বাকাশিবোর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (বিএম) আবদুল হান্নান।
×