ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আখেরি মোনাজাত রবিবার সকাল সাড়ে ১০টায়

প্রকাশিত: ২২:২৫, ২০ জানুয়ারি ২০১৮

আখেরি মোনাজাত রবিবার সকাল সাড়ে ১০টায়

অনলাইন রির্পোটার ॥ বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে শুরু হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। আর এর মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে শুরু হয় তসবি তাহলিলসহ তাবলিগের ছয় তাশকিলের বয়ান। বয়ান করেন বাংলাদেশের মাওলানা মো. হোসেন। আগামীকালের আখেরি মোনাজাত উপলক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রেলওয়ে বিভাগ আখেরি মোনাজাতের অতিরিক্ত মুসল্লির চাপ সামলাতে টঙ্গী স্টেশনে অতিরিক্ত ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা নিয়েছে। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হারুন-অর-রশীদ জানান, আগামীকাল রোববার আখেরি মোনাজাত শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে। এ জন্য রবিবার ভোররাত থেকে শুরু করে মোনাজাত শেষ হওয়া পর্যন্ত এয়ারপোর্ট থেকে জয়দবেপুর চৌরাস্তা এবং আব্দুল্লাহপুর থেকে বাইপাস পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে । বিশ্ব ইজতেমায় মুসুল্লিদের কেনাকাটার জন্য ইজতেমার আশপাশে গড়ে উঠেছে কয়েকশ দোকান। সেইসঙ্গে মুসুল্লিদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সরকারি হাসপাতালের পাশাপাশি পরিচালিত হচ্ছে ৫০টির মতো ফ্রি মেডিক্যাল ক্যাম্প।
×