ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এজতেমার দ্বিতীয় দিনের বয়ান চলছে

প্রকাশিত: ১৯:৪৩, ২০ জানুয়ারি ২০১৮

এজতেমার দ্বিতীয় দিনের বয়ান চলছে

মোস্তাফিজুর রহমান টিটু/নূরুল ইসলাম, এজতেমা ময়দান থেকে ॥ টঙ্গীতে তাবলীগ জামাতের দ্বিতীয় পর্বের বিশ্ব এজতেমার দ্বিতীয় দিন আম বয়ানের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। জিরো পয়েন্ট থেকে ঢাকার ২২ কিলোমিটার উত্তরে শিল্পশহর টঙ্গীর তুরাগ নদীর তীরে এ বিশাল বিশ্ব এজতেমার আয়োজন। মুসল্লীরা শীর্ষ মুরুব্বীদের বয়ান মনোযোগ দিয়ে শুনছেন। সবাই মশগুল রয়েছেন আল্লাহর এবাদত বন্দেগীতে। নামাজ রোজা, হজ্ব, যাকাত, একরামুল মুসলিমমিন ও সহি নিয়ত নিয়ে চলছে এজতেমার আম বয়ান। কাল রবিবার বেলা ১১টার দিকে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৩তম বিশ্ব এজতেমা। শনিবার বাদ ফজর থেকে শুরু হওয়া বয়ান চলবে আখেরী মোনাজাতের পূর্ব পর্যন্ত। এ পর্যন্ত দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লীসহ বিশ্বের ৭৬টি দেশের ৩ হাজার ৮৮৫ জন বিদেশী মুসুল্লী এজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। দ্বিতীয় পর্বে এজতেমা ময়দানে দুই মুসল্লীর মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন- মোবারক হাজী (৫৯), পিতা আব্দুস সাত্তার, বাড়ি ইসলামপুরের জামালপুর জেলায়। অপরজন হচ্ছেন-শহীদুল্লাহ (৬৫), পিতা উমর আলী, তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। ইজতেমার শীর্ষ মুরব্বী ইঞ্জিনিয়ার মো: গিয়াস উদ্দিন জানান, বাদ ফজর বাংলাদেশের মাওলানা হোসেন বয়ান করছেন। এ ছাড়া বাদ যোহর সোমালিয়ার মুরব্বী শেখ ইসমাইল, বাদ আছর বাংলাদেশের মাওলানা রবিউল হক এবং বাদ মাগরিব বাংলাদেশের মাওলানা মো: যোবায়ের বয়ান করবেন। বিশ্ব এজতেমায় অংশ নেয়া দেশি-বিদেশী মুসল্লিদের ইবাদত, বন্দেগি, জিকির, আসকার আর ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে শিল্প শহর টঙ্গী এখন ধর্মীয় নগরীতে পরিণত হযেছে। দ্বিতীয় পর্বে ঢাকার একাংশসহ দেশের ১৩টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। শনিবার দুপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম মাঠে সাংবাদিকদের মিডিয়া সেন্টারে গাজীপুর এসপি হারুন-অর-রশিদ এজতেমার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং দেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ৭ হাজার পুলিশের পাশাপাশি শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব, আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সারা মাঠ জুড়ে অবস্থান নিয়েছেন। সিসি ক্যামেরার আওতায় এজতেমা মাঠের পুরো এলাকা নিয়ন্ত্রণ করা হচ্ছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে টঙ্গীর পুরো এলাকায়। এদিকে গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির জানান, গাজীপুরে সব সেবা সংস্থার প্রতিনিধি ও কর্মীরা এজতেমা ময়দানে আসা মুসল্লীদের সেবায় সবার ছুটি বাতিল করা হয়েছে। এদিকে টঙ্গী বিশ্ব এজতেমায় সরকারি বেসরকারি সহযোগিতার দায়িত্বে নিয়োজিত স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল জানান, এজতেমা শেষ না হওয়া পর্যন্ত মুসল্লীদের সেবায় সকল সেক্টরের কর্মীদের নিয়ে মুসল্লীদের দেখবাল করা হচ্ছে।
×