ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমরা প্রতিটি ম্যাচই জিততে চাই ॥ রাবাডা

প্রকাশিত: ১৯:২৮, ২০ জানুয়ারি ২০১৮

আমরা প্রতিটি ম্যাচই জিততে চাই ॥ রাবাডা

অনলাইন ডেস্ক ॥ প্রথম দু’টো টেস্ট জিতে ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে সিরিজ দখল করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ বার তাদের নজর সিরিজ ৩-০ করার দিকে। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর বোলার কাগিসো রাবাডা, শুক্রবার হুঙ্কার দিয়ে রাখলেন, তাঁরা ৩-০ করার লক্ষ্য নিয়েই জোহানেসবার্গে নামবেন। সাংবাদিকদের রাবাডা বলেন, ‘‘আমরা প্রতিটি ম্যাচই জিততে চাই। যখনই খেলতে নামি, জেতা ছাড়া আর কিছু ভাবি না। স্বাভাবিক ভাবেই তাই আমরা সিরিজ ৩-০ ফলে জিততে চাই।’’ দেখা গিয়েছে, ভারতীয় পেস আক্রমণ প্রথম দু’টো টেস্টেই ঝামেলায় ফেলেছিল দক্ষিণ আফ্রিকা ব্যাটিংকে। ভারতীয় পেস আক্রমণ নিয়ে রাবাডা বলছেন, ‘‘ওদের আক্রমণকে সম্মান জানিয়েই বলছি, পেস বোলিং কী ভাবে খেলতে হয়, তা আমাদের ভালই জানা আছে।’’ দক্ষিণ আফ্রিকার এই পেসার মনে করেন, ভারতীয় দল খুব বেশি মাত্রায় বিরাট কোহালির ওপর নির্ভরশীল। রাবাডার বক্তব্য, ‘‘আমার মনে হয়, বিরাটের ওপর ওরা খুব বেশি মাত্রায় নির্ভরশীল। তবে আমরাও দু’তিন জন ক্রিকেটারের ওপর একটু বেশি নির্ভর করে থাকি। আমি বলছি না যে, ভারতের আর কোনও দারুণ ক্রিকেটার নেই। কিন্তু এটা ঠিক যে ওদের হয়ে বেশিরভাগ রান কোহালিই করছে।’’ দক্ষিণ আফ্রিকায় খেলতে আসার আগে ভারতের প্রস্তুতি সে রকম হয়নি বলে নানা জায়গা থেকে কথা উঠছে। রাবাডাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমরা জানি না ভারত কী ভাবে প্রস্তুতি নিয়েছে। সেটা দেখার কাজ আমাদের নয়। আমরা শুধু একটা ব্যাপার নিয়েই চিন্তা করতে পারি। সেটা হল, কী ভাবে ভারতকে আউট করতে হবে।’’ এর পরের টেস্ট ওয়ান্ডারার্সে। যা নিয়ে রাবাডার বক্তব্য, ‘‘ওয়ান্ডারার্সে বল করতে ফাস্ট বোলাররা সবাই মুখিয়ে আছে। এই পিচে পেস, বাউন্স, মুভমেন্ট— সবই আছে। তাই পেসাররা এখানে সব সময় বল করতে চায়।’’ ভারতীয় পেসারদের নিয়ে রাবাডার বিশ্লেষণ, ‘‘যশপ্রীত বুমরা খুবই ভাল বোলার। ও তো ভারতের হয়ে বোলিং ওপেনও করছে। ওয়ান ডে ক্রিকেটে তো বুমরা সাফল্যে পেয়েইছে, এখন টেস্ট ক্রিকেটেও নিজের জাত চেনাচ্ছে।’’ তাঁর আর এক প্রতিদ্বন্দ্বী বোলার, মহম্মদ শামিকে নিয়ে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার বলেছেন, ‘‘শামি খুব অভিজ্ঞ বোলার। ওর গতিও খুব ভাল। তা ছা়ড়া ভুবনেশ্বর কুমার আছে। কেপ টাউনে আমাদের ও সমস্যার মুখে ফেলেছিল। উমেশ যাদবও ভাল। সব মিলিয়ে ভারতীয় পেস বোলিংয়ের ভবিষ্যৎ খুব উজ্জ্বল।’’ একই সঙ্গে এ বি ডিভিলিয়ার্সের কথাও বলছেন রাবাডা। তাঁর কথায়, ‘‘খুব কঠিন উইকেটে ব্যাট করতে নেমেও এ বি কিন্তু সহজেই ৭০-৮০ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×