ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দক্ষিণ সুদানে আড়াই লাখ শিশু মৃত্যুঝুঁকিতে

প্রকাশিত: ১৮:৫৫, ২০ জানুয়ারি ২০১৮

দক্ষিণ সুদানে আড়াই লাখ শিশু মৃত্যুঝুঁকিতে

অনলাইন ডেস্ক ॥ যুদ্ধ-বিধ্বস্ত দক্ষিণ সুদানে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে দুই লাখ ৫০ হাজারেরও বেশি শিশু। অপুষ্টিতে ভোগার কারণে ২০১৮ সালের জুলাইয়ের আগেই শিশুগুলোর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা এইচ ফোর যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানের বেশ কিছু এলাকায় দু'দিন ধরে পরিদর্শনের পর শুক্রবার এ ধরনের সতর্কতা জানান। তিনি আরো বলেন, ২০১৩ সাল থেকে সেখানে গৃহযুদ্ধ চলছে। ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বহু মানুষ। চাষাবাদ ব্যাহত হওয়ার কারণে দেশটির বাজারে খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে। সে কারণে খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তিনি। ইউনিসেফের তথ্য অনুযায়ী, দুই দশমিক চার মিলিয়নেরও বেশি শিশু গৃহযুদ্ধ শুরু হওয়ার পর বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হত্যা করা হয়েছে দুই হাজার তিনশ শিশুকে। সশস্ত্র দলগুলোতে যোগ দিয়েছে এক হাজার নয়শ শিশু। এছাড়া সেখানকার ৭০ শতাংশ শিশু স্কুলে যায় না। ফলে পরের প্রজন্ম মেধাশূন্য হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সূত্র : আল-জাজিরা
×