ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চুল পড়া বন্ধের ওষুধই ট্রাম্পের পাগলামির কারণ!

প্রকাশিত: ১৮:৫১, ২০ জানুয়ারি ২০১৮

চুল পড়া বন্ধের ওষুধই ট্রাম্পের পাগলামির কারণ!

অনলাইন ডেস্ক ॥ স্মৃতিভ্রংশ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এমন আশঙ্কা থেকেই পুরো স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন তিনি। তবে শারীরিক ওই পরীক্ষায় পুরোপুরি সুস্থ বলে প্রমাণিত হয়েছেন ৭১ বছর বয়সী ট্রাম্প। যদিও ওজন কমাতে তাকে ডায়েট করতে বলা হয়েছে। পরীক্ষায় আরও একটি বিষয় সামনে এসেছে, সেটি হচ্ছে চুল পড়া বন্ধে ফিনাসটেরাইড (প্রপেসিয়া) পিল গ্রহণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওষুধটি প্রোস্টেট গ্লান্ডের আকার কমিয়ে চুল বৃদ্ধিতে সহায়তা করে। এটি তৃতীয় লিঙ্গের নারীদের কাছে খুব জনপ্রিয়। তবে ওষুধটির বেশ কিছু মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এর সাথে হঠাৎ রেগে যাওয়া, বিষণ্ণতা, মানসিক ক্ষতি ও প্রজনন অক্ষমতার সম্পর্ক রয়েছে। এদিকে, এই ওষুধ গ্রহণকারী পুরুষদের মধ্যে যাদের বয়স ৬৬ বছরের ওপরে তাদের হতাশাগ্রস্ত হওয়ার বিপদ বেড়ে যায়। সমস্যা দেখা দেয় সিদ্ধান্ত গ্রহণ এবং স্মৃতিশক্তিতেও। প্রেসিডেন্ট ট্রাম্পের ডাক্তার হ্যারল্ড বার্নস্টেইন বলেছেন, তিনি অল্প মাত্রায় এই ওষুধ গ্রহণ করে থাকেন। আমাদের চুল পড়া বন্ধ হয়ে গেছে। তারও সব চুল আছে। আমারও সব চুল আছে। তবে গবেষকরা বলছেন, মূলত এই ওষুধ নেয়ার পর থেকেই পাগলামি বেড়েছে ট্রাম্পের। কেননা ২০১৭ সালে কানাডার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, যারা এই ওষুধ সেবন করেন তাদের বিষণ্ণতার হার ৯৪ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
×