ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লেবানন-সিরিয়া সীমান্তে নয়জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৮:৪২, ২০ জানুয়ারি ২০১৮

লেবানন-সিরিয়া সীমান্তে নয়জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক ॥ সিরিয়া সীমান্তের কাছাকাছি লেবানন অংশে পাহাড়ি এলাকা থেকে নয়জন শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সিরিয়ার ওই শরণার্থীদের মরদেহ বরফে জমাট বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সেনাবাহিনী। লেবাননের সেনাবাহিনীর দাবি, ওই শরণার্থীরা সীমান্ত অতিক্রমের সময় অতিরিক্ত ঠান্ডার কারণে মারা গেছেন। মরদেহগুলো যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে, সেদিক দিয়ে চোরাচালান চলতো। লেবানন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার আরো ছয়জন শরণার্থীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরো একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে ঠেকেছে। মরদেহগুলো হাসপাতালে রাখা হয়েচে। এদিকে তুষার আচ্ছাদিত এলাকায় আর কোনো শরণার্থী আটকা পড়ে আছে কিনা সেটা খুঁজে দেখছে সেনাবাহিনী। সূত্র : আলজাজিরা
×