ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ রাসেল শেষ আটে, সঙ্গী ঢাকা আবাহনীও

প্রকাশিত: ০৬:৫৯, ২০ জানুয়ারি ২০১৮

শেখ রাসেল শেষ আটে, সঙ্গী ঢাকা আবাহনীও

স্পোর্টস রিপোর্টার ॥ ৯০ মিনিটের ম্যাচে প্রথম ৭৯ মিনিটই ছিল নিষ্প্রাণ, ম্যাড়ম্যাড়ে। কিন্তু বাকি সময়টা ছিল নাটকীয়তা আর উত্তেজনায় ভরপুর। এমনই এক ম্যাচে বিজয়ীর হাসি হেসেছে শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড। স্বাধীনতা কাপ ফুটবলে ‘সি’ গ্রুপ থেকে তারা যোগ্যতা অর্জন করেছে কোয়ার্টার ফাইনালে খেলার। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে তারা ২-১ গোলে হারায় টিম বিজেএমসিকে। ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত রাসেল জেতায় এই গ্রুপ থেকে তাদের মতো শেষ আটে নাম লেখানো নিশ্চিত করেছে ঢাকা আবাহনী লিমিটেডও। বিজেএমসি প্রথম ম্যাচে আবাহনীর কাছে ০-২ গোলে হেরেছিল। শুক্রবার রাসেলের কাছে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিল ‘সোনালী আঁশের দল’ খ্যাত বিজেএমসি। আগামী ২৫ জানুয়ারি বিকেল চারটায় গ্রুপ ‘সি’র শেষ ম্যাচে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও শেখ রাসেল। ওই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ কারা হচ্ছে। গত আসরেও (২০১৬) একই গ্রুপে ছিল রাসেল-বিজেএমসি। সেবার রাসেলই জিতেছিল ৩-২ গোলে। সেবার রাসেলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন ইথিওপিয়ান ফিকরু তেফেরা। এবার স্বাধীনতা কাপে কোন বিদেশী ফুটবলার নেই। তার প্রভাব প্রতি দলের ম্যাচেই। স্থানীয় ফুটবলাররা সেভাবে ঝলসে উঠতে পারছেন না। তাই রোজই দেখা যাচ্ছে নিষ্প্রাণ ম্যাচ। রাসেল-বিজেএমসি লড়াইও এর ব্যতিক্রম ছিল না। যার ফলে প্রথমার্ধ ছিল গোলশূন্য। যদিও দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলে। বেশিরভাগ সময় মাঝমাঠেই খেলা সীমাবদ্ধ থাকে। ৮০ মিনিটে ম্যাচে লিড নেয় শেখ রাসেল। ডানপ্রান্তে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে পড়েন মেহবুব হাসান নয়ন। পোস্ট ছিল প্রায় ফাঁকা। ডান পায়ের বাঁকানো শটে বিজেএমসির গোলরক্ষক আরিফুল ইসলামকে পরাস্ত করে জালে বল পাঠান ফরোয়ার্ড মেহবুব হাসান নয়ন (১-০)। ৮২ মিনিটে অফসাইডের ফাঁদে পড়ে রাসেলের আরও একটি গোল বাতিল হয়ে যায়। কিন্তু এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রাসেল। ৮৭ মিনিটে তাদের ডি-বক্সের ভেতরে নিজেদের রক্ষণভাগের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে স্ট্রাইকার মোঃ রবিন গোল করলে সমতা আনে বিজেএমসি (১-১)। যদিও দ্বিতীয় প্রচেষ্টায় গোলটি করতে হয় তাকে। কারণ প্রথমবার তিনি বল জালে পাঠালেও পেনাল্টি শটটি বাতিল হয়েছিল। ইনজুরি টাইমে (৯০+৩ মিনিটে) ম্যাচ নাটকীয় মোড় নেয়। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে যায় রাসেল। ডি-বক্সের ভেতরে বল পেয়ে সবুজ বিশ্বাস গোলমুখে শট নেন। কিন্তু তা রক্ষণভাগ কর্তৃক প্রতিহত হয়ে আবারও তার কাছে বল ফিরে আসে। দ্বিতীয় প্রচেষ্টায় শটে বিজেএমসির জালে বল পাঠাতে ভুল করেননি বদলি মিডফিল্ডার সবুজ বিশ্বাস (২-১)। আজ স্বাধীনতা কাপে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় গ্রুপ ‘বি’র ম্যাচে মুক্তিযোদ্ধার মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। এরপর সাইফের এএফসি কাপের ম্যাচ উপলক্ষে তিনদিন বিরতি দিয়ে ২৪ জানুয়ারি থেকে আবারও মাঠে গড়াবে টুর্নামেন্ট।
×