ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঘরে-বাইরে অস্বস্তিতে সি আর সেভেন

প্রকাশিত: ০৬:৫৮, ২০ জানুয়ারি ২০১৮

ঘরে-বাইরে অস্বস্তিতে সি আর সেভেন

স্পোর্টস রিপোর্টার ॥ কোথাও শান্তি পাচ্ছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমান ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর জয়ী তারকা নিজ ক্লাব রিয়াল মাদ্রিদে অস্থির সময় পার করছেন। শোনা যাচ্ছে, ছাড়তে পারেন সান্টিয়াগো বার্নাব্যু। বার্নাব্যু ছাড়লে যাবেন কোথায়? এটাও মিলিয়ন ডলারের প্রশ্ন। এক্ষেত্রে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার গুঞ্জন শোনা যায় প্রায়শই। কিন্তু শোনা যাচ্ছে, ইংলিশ পরাশক্তিতেও নাকি যাওয়া হবে না সি আর সেভেনের। সেখানকার দরজা নাকি বন্ধ পর্তুগাল অধিনায়কের জন্য। ২০০৯ সালে স্প্যানিশ পরাশক্তিতে যোগ দেয়ার পর গত নয় বছরের মধ্যে সবচেয়ে বাজে মৌসুম কাটাচ্ছেন রোনাল্ডো। অথচ যে দল এখন এত ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তারাই কি না গত দুই বছর বিশ্বজয় করে ফিরেছে। জিতেছে আটটি শিরোপা। ব্যক্তিগত অর্জনেও সবাইকে ছাড়িয়ে গেছেন। একের পর এক সাফল্য ঘরে তুলে নিয়েছেন সি আর সেভেন। এরই মধ্যে বারকয়েক রিয়াল কর্মকর্তাদের সঙ্গে বিরোধ বেধেছিল রোনাল্ডোর। সেসবই পারিশ্রমিক নিয়ে। বিশ্বসেরা হওয়ার সুবাদে রোনাল্ডো যে সুবিধা চাইতেন, তা পুরোপুরি না পেলেই মাঝে-মধ্যে হুঙ্কার দিতেন, রিয়াল ছেড়ে চলে যাবেন। কিন্তু কোথায় যাবেন? তা কেউ না বললেও, পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু সবসময়ই সি আর সেভেনের জন্য একটি দরজা খোলা রাখতো। মাঝে-মধ্যে রোনাল্ডোও বলে বেড়াতেন, তিনি ম্যানইউকে খুব মিস করেন। এবারও অনেকের ধারণা ছিল রিয়াল মাদ্রিদে কোন ঝামেলা হলেই হয়তো ধরাবাধা ম্যানইউকে বেছে নেবেন এবং খুব সহজেই সেখানে চলে আসবেন। কিন্তু এবার সম্ভবত সেই দরজাও রোনাল্ডোর জন্য বন্ধ হয়ে গেল। ম্যানচেস্টার ইউনাইটেডে হয়তো আর চাইলেও আসতে পারবেন না তিনি। আর্সেনাল থেকে ইতিমধ্যেই ম্যানইউতে আলেক্সিস সানচেজের নাম লেখানো প্রায় নিশ্চিত হয়ে গেছে। এ বিষয়ে আর্সেনাল-ম্যানইউ ঐকমত্য হয়ে গেছে প্রায়। হেনরিক মাখাটারিয়ানের লন্ডনে আসাও প্রায় নিশ্চিত। বার্ষিক ১৬ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে সানচেজ নাম লেখাচ্ছেন রেড ডেভিলসদের দলে। সানচেজের ম্যানইউতে আসা মানেই হলো, রোনাল্ডোকে ম্যানইউর কেনার ব্যাপারে সবধরনের পরিকল্পনার ইতি ঘটা। এমনকি ম্যানইউ কোচ জোশে মরিনহোরও এ ধরনের কোন ইচ্ছা নেই। আর বর্তমান ক্লাব রিয়ালেও দারুণ ঝামেলায় আছেন রোনাল্ডো। ক্লাবটির সমর্থকরাই এখন আর চান না তিনি দলে থাকুন। চলতি মৌসুমে মাত্র চার গোল করেছেন। রোনাল্ডোর নামের পাশে এই পরিসংখ্যান একেবারেই বেমানান। স্বাভাবিকভাবে এমন ফুটবলারকে কেন মাথায় তুলে রাখবেন সমর্থকরা। তাই মাদ্রিদ শহরে রব উঠেছে রোনাল্ডোকে আর প্রয়োজন নেই। সম্প্রতি স্প্যানিশ পত্রিকা এএস একটি জরিপ চালিয়েছে রোনাল্ডোকে নিয়ে। মাদ্রিদের সমর্থকরা রোনাল্ডোকে ক্লাবে দেখতে চান, নাকি চান না? দুদিন পরে ঘোষিত জরিপের ফলাফলে রোনাল্ডোর ধরনের পরাজয় হয়েছে। জরিপে অংশ নেয়া ১ লাখ ২৫ হাজার জনের মধ্যে প্রায় ৬৮ ভাগ মানুষ রোনাল্ডোকে মাদ্রিদে দেখতে চান না বলে মত দিয়েছেন। মাত্র ৩২ ভাগ মানুষ চান রোনাল্ডো বার্নাব্যুতে থাকুক। অথচ এই মৌসুমের আগেও রোনাল্ডো ছিলেন দলের প্রাণভোমরা। শেষ মৌসুমেও করেছিলেন ৪৩ গোল। ২০১৪-১৫ ও ২০১৩-১৪ মৌসুমে যথাক্রমে ৬১ ও ৫১ গোল করে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। অথচ সময়ের কি নির্মম পরিহাস, সেই রোনাল্ডো এখন ঘরে-বাইরে সবখানে অস্থির সময় অতিবাহিত করছেন।
×