ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখছেন সাকিব

প্রকাশিত: ০৬:৫৮, ২০ জানুয়ারি ২০১৮

চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখছেন সাকিব

মোঃ মামুন রশীদ ॥ শ্রীলঙ্কাকে কোন পাত্তাই দেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। ১৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে শুক্রবার ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে। এটি রানের ব্যবধানে বাংলাদেশ দলের সর্বোচ্চ জয়। কিন্তু শ্রীলঙ্কার পেস অলরাউন্ডার থিসারা পেরেরা মনে করছেন এমনটা ক্রিকেটে হতেই পারে। পরাজয়ের জন্য নিজেদের ব্যাটিং ব্যর্থতাকেই দুষছেন তিনি। অপরদিকে ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে টানা দ্বিতীয়বার ম্যাচসেরা হওয়া সাকিব আল হাসান দাবি করেছেন ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বাংলাদেশের জন্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে এমন জয় দলকে অনেক আত্মবিশ্বাস জোগাবে বলেও মনে করেন তিনি। শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাকিব ও থিসারা। এর আগে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬০ রানে জিতেছিল বাংলাদেশ। ওয়ানডেতে রানের ব্যবধানে সেটিই ছিল টাইগারদের বড় ব্যবধানে জয়। সেটিকে ছাড়িয়ে এবার ১৬৩ রানের জয়ের নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ। এ জয়টির মাধ্যমে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। এ বিষয়ে সাকিব বলেন, ‘একটা জয় আমাদের কাছে কেবল জয়ই। শ্রীলঙ্কার সঙ্গে জেতাটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। এই টুর্নামেন্টের প্রতিযোগিতা হিসেবেও যদি দেখি এই ম্যাচটা জেতা গুরুত্বপূর্ণ ছিল ফাইনালে যাওয়ার জন্য। দুটি ম্যাচেই আমরা যেভাবে প্রভাব বিস্তার করে জিতলাম, অবশ্যই এটা আমাদের অনেক বড় আত্মবিশ্বাস দেবে পরের দুটি ম্যাচ জেতার জন্য।’ টানা দুটি সহজ জয়ের পর এখন ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়াটা খুবই সম্ভবপর মনে করছেন সাকিব। তবে শ্রীলঙ্কা দলটি যে কোন সময় ঘুরে দাঁড়াতে পারে। এ বিষয়ে সাকিব বলেন, ‘ওয়ানডে ও টি২০ ক্রিকেটে সবসময় কাউকে এগিয়ে রাখা কঠিন ব্যাপার। কারণ ওই দিনটাতে কে ভাল খেলবে সেটা বলা মুশকিল। কাউকে এগিয়ে রাখা কিংবা পিছিয়ে রাখার ব্যাপার এখানে না। আমাদের কাজ থাকবে কিভাবে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি। যেভাবে আমরা শেষ দুটি ম্যাচ খেলেছি, সেভাবে পরের ম্যাচগুলোতে খেলতে পারলে আমাদের পক্ষে খুব ভালভাবেই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’ শ্রীলঙ্কার চেয়ে ফাইনালে যাওয়ার সম্ভাবনা এখন জিম্বাবুইয়েরই বেশি দেখছেন সাকিব। কিন্তু বড় দল শ্রীলঙ্কা যে কোন সময় ঘুরে দাঁড়াতে পারে এমনটাই জানালেন সাকিব। তাই ফাইনালে ওঠার সামর্থ্য আছে তাদের। এমনটা তাদের অভিজ্ঞ পেস অলরাউন্ডার থিসারাও মনে করছেন। তিনি বলেন, ‘আমি বলেছি যে এমনটা ক্রিকেটে ঘটতেই পারে। কেউ নিশ্চয়তা দিতে পারবে না যে আমি এটাই করব কিংবা আমরা এটা করব। সাকিব-তামিম দারুণ ব্যাটিং করার পর আমরা ভালভাবেই ঘুরে দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল ৩৫০ রানেরও বেশি হবে কিন্তু ৩২০ রানে নেমে এসেছে। আমাদের বোলিং বিভাগ প্রথম ১০ ওভারেও ভাল করেছে। কিন্তু আমরা নিজেদের পরিকল্পনার প্রয়োগ ঘটাতে পারিনি। আশা করছি খুব ভালভাবেই পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারব।’ যেমনটাই ঘটুক নতুন দায়িত্ব নেয়া চন্দিকা হাতুরাসিংহেকে নিয়ে এগিয়ে যাওয়ার সময় এখন এমনটাই মনে করছেন থিসারা। তিনি বলেন, ‘এ ম্যাচে আমাদের ব্যাটিং পরিকল্পনার প্রয়োগ ঘটাতে পারিনি। এটা অবশ্যই ৩০০ রানের উইকেট। আমরা ব্যাটসম্যানের ফুটেজ সবসময় বিশ্লেষণ করি। আমরাও বাংলাদেশের ব্যাটিং বিভাগ নিয়ে কিছু বিষয় বের করেছিলাম। তারা কখনও বাউন্সারগুলোকে আশা করে না, সেজন্য আমরা পরিকল্পনা করেছিলাম বাউন্সার দেয়ার। চান্দিকা বিশ্বের অন্যতম সেরা একজন কোচ। ২০১১-১২ মৌসুমে তার সঙ্গে ‘এ’ দলে আমি কাজ করেছি। তার সময়ের প্রয়োজন। কেউ বিস্ময়কর কিছু ঘটাতে পারে না। নতুন এই কোচকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার সময় এখন।’ পরবর্তী দুই ম্যাচে জিততেই হবে লঙ্কানদের, ফাইনাল নিশ্চিত করতে হলে। থিসারা আশা করছেন খুব ভালভাবেই ঘুরে দাঁড়াবে লঙ্কানরা। সে জন্য হেরে যাওয়া এ ম্যাচটি নিয়ে আর না চিন্তা করে পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে বলেই মনে করেন তিনি।
×