ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শ্রদ্ধা-ভালবাসায় সিক্ত রোনাল্ডিনহো

প্রকাশিত: ০৬:৫৭, ২০ জানুয়ারি ২০১৮

শ্রদ্ধা-ভালবাসায় সিক্ত রোনাল্ডিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় বলে দিলেন রোনাল্ডিনহো। ব্রাজিলিয়ান প্লে-মেকার ফুটবল থেকে অবসরের ঘোষণার পর থেকেই সাবেক, বর্তমান এবং তার এক সময়ের সতীর্থরা শ্রদ্ধা-ভালবাসায় অভিনন্দনে সিক্ত করছেন। এই তালিকায় রয়েছে বিশ্বের বিভিন্ন ক্লাবও। স্বদেশী কিংবদন্তি পেলে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারে লিখেছেন, ‘প্রত্যেকের মুখেই হাসি ফুটিয়েছ তুমি। আশাকরি তোমার এই হাসি সারাজীবনই থাকবে।’ রোনাল্ডিনহোকে অভিবাদন জানিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও। তার মতে, তার স্বদেশী ও বার্সিলোনার সাবেক এই তারকার মতো শৈল্পিক ফুটবলার আর নাও পাওয়া যেতে পারে। মঙ্গলবার রোনাল্ডিনহোর অবসরের বিষয়টি নিশ্চিত করেন তার ভাই ও এজেন্ট রবার্তো এ্যাসিস। ২০১৫ সাল থেকে কোন প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়নি ব্রাজিলের হয়ে ১০১ ম্যাচে ৩৫ গোল করা রোনাল্ডিনহোকে। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য বার্সিলোনার হয়ে জেতেন একটি চ্যাম্পিয়ন্স লীগ ও দুটি লা লিগা শিরোপা। ২০০৫ সালে পান ব্যালন ডি’অর পুরস্কার। ২০১০-১১ মৌসুমে এসি মিলানের সিরি’এ জয়েও বড় অবদান ছিল এই এ্যাটাকিং মিডফিল্ডারের। অসাধারণ খেলার স্টাইলে চলতি শতকের শুরুর দিকে নিজেকে ফুটবলের সবচেয়ে উজ্জ্বল তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন রোনাল্ডিনহো। রোনাল্ডিনহোর পথ ধরে হাঁটছেন নেইমারও। সাবেক সতীর্থের অবসরের খবর শুনে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন বিশ্বের সবচেয়ে দামী এই খেলোয়াড়। তিনি লিখেছেন, ‘আপনার ইতিহাসের অংশ হতে পারাটা কতই না সম্মানের। মাঠে আপনার আনন্দ-উচ্ছ্বাস আমি সবসময় মনে রাখব। ফুটবলপ্রেমীদের জন্য আপনি যা করেছেন এর সবকিছুর জন্য ধন্যবাদ।’
×