ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড ৫-০ পাকিস্তান!

প্রকাশিত: ০৬:৫৪, ২০ জানুয়ারি ২০১৮

নিউজিল্যান্ড ৫-০ পাকিস্তান!

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে ‘৫-০’তে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। লজ্জা এড়াতে শেষ ম্যাচটা জিততেই হতো, কিন্তু সফরে এই প্রথম কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়া সরফরাজ আহমেদের দল হেরে গেছে ১৫ রানে। ওয়েলিংটনে ম্যাচের নায়ক মার্টিন গাপটিলের (১০০) দৃষ্টিনন্দন সেঞ্চুরির সৌজন্যে ৭ উইকেটে ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে টস জিতে ব্যাটিং নেয়া কিউইরা। জবাবে ৪৯ ওভারে ২৫৬ রানে অলআউট ব্যর্থতায় মুহ্যমান সরফরাজবাহিনী। পাঁচ ম্যাচের কোন সিরিজে এই প্রথম নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। সর্বোপরি নিজেদের ওয়ানডে ইতিহাসে তৃতীয়বারের মতো ৫-০তে হারের লজ্জায় পড়ল তারা। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর টানা ৯ জয়ের স্মৃতি সঙ্গী করে এখানে পাড়ি জমিয়েছিল পাকিরা। এ নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টানা ৮ ওয়ানডে, আর সব মিলিয়ে ১০টি ম্যাচ হারল পাকিস্তান। আগের চার ম্যাচের মতো এদিনও পাকিস্তানকে চোখ রাঙাচ্ছিল বড় পরাজয়। ২৭২ রান তাড়ায় ৫৭ রানেই হারিয়েছিল ৫ উইকেট। সিরিজজুড়ে সরফরাজদের ভোগানো পেসার ট্রেন্ট বোল্ট ছিলেন বিশ্রামে। কিন্তু তার বদলে সিরিজে প্রথমবার নামা ম্যাট হেনরি এবার যম হয়ে আসেন। নিজের প্রথম ৪ ওভারে নেন ৩ উইকেট। আগের ম্যাচে অর্ধশতক করা হারিস সোহেল এদিন আবার লড়াই শুরু করেন। তাকে সঙ্গ দেন শাদাব খান। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ১০৫ রানের জুটি। তবে জয়ের সম্ভাবনা জাগাতে পারেননি এই দুজনও। টানা দ্বিতীয় ফিফটিতে ৬৩ রানে আউট হন সোহেল। সিরিজে দ্বিতীয় ফিফটিতে শাদাব আউট হন ৫৪ রানে। পাকিস্তানকে সেখান থেকেই অভাবনীয় জয়ের আশা জাগায় লোয়ার-অর্ডার। আটে নেমে ১৫ বলে ২৩ করেন ফাহিম আশরাফ, নয়ে নেমে ২৭ বলে অপরাজিত ৩২ আমির ইয়ামিন। এমনকি দশ নম্বরে নেমে ১২ বলে ২৩ করেন মোহাম্মদ নওয়াজ। তবে উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি পাকিস্তান। টপঅর্ডারের তিন উইকেটের পর শেষ উইকেটও নিয়েছেন হেনরি। মাঝে দারুণ বোলিংয়ে সমান শিকার স্পিনার মিচেল স্যান্টনারের। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড দারুণ শুরু পায় আবারও। উদ্বোধনী জুটিতে গাপটিল ও কলিন মুনরো দলকে পঞ্চাশ পার করান ষষ্ঠ ওভারেই। ২৪ বলে ৭ চারে ৩৪ করে ফেরেন মুনরো। তার মতো থিতু হয়ে আউট হন অধিনায়ক কেন উইলিয়ামসনও (২২)। তৃতীয় উইকেটে গাপটিল ও রস টেইলর গড়েন ১১২ রানের জুটি। গাপটিল তার ১৩তম ওয়ানডে সেঞ্চুরি স্পর্শ করেন ১২৫ বলে। তবে আউট হয়ে যান পরের বলেই। টেইলর ফেরেন ৫৯ রানে। শেষদিকে দ্রুত আরও কিছু উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে কলিন ডি গ্র্যান্ডহোমের ২১ বলে অপরাজিত ২৯ রানে ঠিকই চ্যালেঞ্জিং স্কোর পেয়ে যায় কিউইরা। নিজেদের ওয়ানডে ইতিহাসে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার কোন দলকে পাঁচ ওয়ানডের সিরিজে হোয়াইটওয়াশ করার স্বাদ পেল নিউজিল্যান্ড। স্কোর ॥ নিউজিল্যান্ড ॥ ৫০ ওভারে ২৭১/৭ (গাপটিল ১০০, মুনরো ৩৪, উইলিয়ামসন ২৩, টেইলর ৫৯, ডি গ্র্যান্ডহোম ২৯*, নিকোলস ১, লাথাম ২, স্যান্টনার ১, সাউদি ১৪*; ইয়ামিন ১/৬৫, রইস ৩/৬৭, নওয়াজ ০/৪৩, আশরাফ ২/৪৯, শাদাব ০/৩৫, আমিন ০/৬)। পাকিস্তান ॥ ৪৯ ওভারে ২৫৬/১০ (ফখর ১২, আমিন ২, বাবর ১০, সোহেল ৬৩, হাফিজ ৬, সরফরাজ ৩, শাদাব ৫৪, আশরাফ ২৩, ইয়ামিন ৩২*, নওয়াজ ২৩, রইস ৫; সাউদি ০/৪৬, হেনরি ৪/৫৩, ডি গ্র্যান্ডহোম ১/৪৮, ফার্গুসন ২/৬৪, স্যান্টনার ৩/৪০)। ফল ॥ নিউজিল্যান্ড ১৫ রানে জয়ী। সিরিজ ॥ পাঁচ ওয়ানডে নিউজিল্যান্ড ৫-০তে জয়ী। ম্যাচ ও সিরিজসেরা ॥ মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)।
×