ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২০১৭ সালে বিশ্বব্যাপী চালানো ‘ওয়ানাক্রাই’ নামের র‌্যানসমওয়্যার হামলা ব্ল্যাকবেরির নিরাপত্তা সফটওয়্যার ব্যবসায়ে সতর্কতা বাড়াতে অবদান রেখেছে

প্রযুক্তির ভুল ধরবে ব্ল্যাকবেরি জার্ভিস

প্রকাশিত: ০৬:৪৪, ২০ জানুয়ারি ২০১৮

প্রযুক্তির ভুল ধরবে ব্ল্যাকবেরি জার্ভিস

আইটি ডটকম ডেস্ক ॥ নতুন এক সাইবার নিরাপত্তা সফটওয়্যার উন্মোচন করেছে কানাডীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। এই সফটওয়্যার স্বচালিত গাড়িতে ব্যবহৃত প্রোগ্রামগুলোর ত্রুটি খুঁজে বের করতে সক্ষম বলে দাবি নির্মাতাদের। ব্ল্যাকবেরি জার্ভিস নামের এই সফটওয়্যার শুরুতে অটোনির্মাতাদের লক্ষ্য করে বিপণন করা হচ্ছে বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এটি স্বাস্থ্যখাত ও শিল্পখাতে স্বয়ংক্রিয় প্রযুক্তিগুলোতেও ব্যবহার করা যেতে পারে। ব্যবহারের ওপর ভিত্তি করে জার্ভিসএর সেবা দেয়া হবে বলে জানিয়েছে এক সময় স্মার্টফোন বাজারে আধিপত্য বিস্তার করা ব্ল্যাকবেরি। স্মার্টফোন ব্যবসায় ক্রমশ থেকে সরে আসছে প্রতিষ্ঠানটি। ব্ল্যাকবেরির পক্ষ থেকে বলা হয়, অটোমোবাইল নির্মাতারা জার্ভিসে অনলাইন এ্যাকসেস পাবেন আর সফটওয়্যার উন্নয়নের প্রতিধাপে ফাইলগুলো স্ক্যান করতে পারবেন। ২০১৭ সালে বিশ্বব্যাপী চালানো ‘ওয়ানাক্রাই’ নামের র‌্যানসমওয়্যার হামলা ব্ল্যাকবেরির নিরাপত্তা সফটওয়্যার ব্যবসায়ে সতর্কতা বাড়াতে অবদান রেখেছে। ব্ল্যাকবেরি বলেছে তারা ইতোমধ্যে জার্ভিস নিয়ে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটর্সের জাগুয়ার ল্যান্ড রোভার বিভাগের সঙ্গে পরীক্ষা চালিয়েছে। এই বিভাগের প্রধান নির্বাহী বলেছেন জার্ভিস কোন কোড যাচাইয়ের সময় ৩০ দিন থেকে কমিয়ে সাত মিনিটে নিয়ে এসেছে। ২০১৭ সালের সেপ্টেম্বরে ব্ল্যাকবেরি এক ঘোষণায় বলে তারা অটোমোবাইল সরবরাহকারী প্রতিষ্ঠান ডেলফি অটোমোটিভর সঙ্গে চুক্তি করছে। স্বচালিত গাড়ির একটি সফটওয়্যার অপারেটিং সিস্টেম নিয়ে ওই চুক্তি করা হয়। চলতি মাসের শুরুতে ব্ল্যাকবেরি আর চীনা ইন্টারনেট সার্চ প্রতিষ্ঠান বাইদু স্বচালিত গাড়ি প্রযুক্তি নির্মাণ নিয়ে একটি চুক্তি সই করেছে।
×