ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা উত্তরের নির্বাচনের তফসিল ইসির ইচ্ছাকৃত ভুল ॥ ফখরুল

জন্মবার্ষিকীতে জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ০৪:৫৬, ২০ জানুয়ারি ২০১৮

 জন্মবার্ষিকীতে জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরে বাংলানগরে তার মাজারে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শুক্রবার বেলা সোয়া ১১টায় জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। খালেদা জিয়ার নেতৃত্বে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের (ইসি) যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এটা ইসির ইচ্ছাকৃত ভুল। নির্বাচন কমিশনের দায়িত্বশীলদের সঙ্গে সরকারের যোগসাজশ রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। ফখরুল বলেন, ডিএনসিসি নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচনের যে আইন ও কাজগুলো আছে, সেগুলো না করেই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এতেই প্রমাণিত হয় বর্তমান নির্বাচন কমিশন যোগ্য নয়। তিনি বলেন, এটা স্পষ্ট যে, ডিএনসিসি নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত ছিল। তাই সরকার লোক দিয়ে রিট করে নির্বাচন স্থগিত করেছে। বিএনপি নেতার কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিত হয়েছে বলে- আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের বিষয়ে ফখরুল বলেন, এটা মূলত তাদের অপরাধ এড়িয়ে যাওয়ার বক্তব্য। কে রিট করেছে এটা তো বড় কথা নয়। মামলা কেন হয়েছে এবং নির্বাচন কেন স্থগিত হলো? কারণ, ঢাকা সিটি কর্পোরেশনে নতুন যে ইউনিয়নগুলো সংযুক্ত করা হয়েছে, সেগুলোর সীমানা নির্ধারণ করা হয়নি। ভোটার তালিকা নিশ্চিত করা হয়নি। যার ফলে ডিএনসিসি নির্বাচন স্থগিত হয়েছে। মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সরকার বিএনপির সঙ্গে সমঝোতায় না এলে কোন নির্বাচন হবে না। যদি খালেদা জিয়াকে মুক্ত রেখে সকল দলকে সমান সুযোগ না দেয়া হয়, তাহলে এখানে নির্বাচন হবে না বলে আমরা মনে করি। দেশ বড় একটি রাজনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, যে গণতন্ত্র জিয়াউর রহমান ফিরিয়ে দিয়েছিলেন, সেই গণতন্ত্র আজকে আওয়ামী লীগ হরণ করে নিয়েছে। তাই আবারও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করে হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসব। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ছাত্রদল আয়োজিত জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদল সভাপতি রাজীব আহসানসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে জিয়ার জন্মবার্ষিকী ক্ষে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শ্রমিক দল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করার পর পবিত্র ফাতেহা পাঠ করে নেতাকর্মীদের নিয়ে মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। খালেদা জিয়া সেখান থেকে চলে আসার পর একে একে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনা সদস্যদের হাতে নিহত হন তিনি। এ সময় খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, ডাঃ এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাখাওয়াত হোসেন জীবন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, দলের কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম মহাসচিব হেলেন জেরিন খান, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ। আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে- ফখরুল ॥ আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে জানিয়ে এতে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিকদলের শোভাযাত্রা উদ্বোধন করতে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার নেতৃত্বেই আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশে গণতন্ত্র তিরোহিত হয়েছে, গণতন্ত্র হরণ করা হয়েছে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা সংগ্রাম করছি, আন্দোলন করছি। দলের নেতাকর্মীসহ দেশবাসীকে উদ্দেশ করে তিনি বলেন, আসুন গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি। খালেদা জিয়ার নেতৃত্বেই গণতন্ত্র আমরা ফিরিয়ে আনব। ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বেলুন ও কবুতর উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন। এর আগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন শ্রমিকদল নেতা শাহ মোঃ আবু জাফর, ঢাকা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, দলের নেতা বজলুল বাসিত আনজু, আহসানউল্লাহ হাসান প্রমুখ। এর আগে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ষষ্ঠ তলায় জিয়া স্মৃতি পাঠাগারে জিয়াউর রহমানের জন্মদিনের কেক কাটেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন ও জিয়া স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক জহির দীপ্তি প্রমুখ। স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপীল কেন করেনি? -মওদুদ ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কেন আপীল করেনি, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। একই সঙ্গে এই রিটের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আইনজীবী ও এ্যাটর্নি জেনারেলের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ছাত্র সংগঠন জাগপা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মওদুদ বলেন, ঢাকার ২টি সিটি কর্পোরেশন নির্বাচনে উচ্চ আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপীল না করায় প্রমাণ হয়েছে, নির্বাচন কমিশন ও সরকারের যোগসাজশে এই নির্বাচন করা হচ্ছে না। সরকার যদি সত্যিই নির্বাচন চাইত, তাহলে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপীল করত। নির্বাচনে পরাজয়ের ভাবনা থেকেই স্থগিতাদেশের বিরুদ্ধে আপীল করা হচ্ছে না বলে মনে করছি। জাগপা-ছাত্রলীগের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাগপা সভাপতি রেহানা প্রধান, সহ-সভাপতি তাসমিয়া প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
×