ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যে কারণে সেনারা চুল ছোট রাখে!

প্রকাশিত: ০৪:০৭, ১৯ জানুয়ারি ২০১৮

যে কারণে সেনারা চুল ছোট রাখে!

অনলাইন ডেস্ক ॥ সেনাদের কতটা কঠোর নিয়ম-শৃঙ্খলার মধ্যে থাকতে হয় তা কারও অজানা নয়। খাওয়া থেকে শুরু করে সোশ্যাল লাইফ, পোশাক থেকে শুরু করে যাবতীয় বিষয়েই থাকে নানা বিধি নিষেধ। যার অনড় হওয়ার প্রশ্নই ওঠে না। আর সেনাদের চুলও নিশ্চয় কারও নজর এড়িয়ে যায়নি। অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে কেন সেনাদের চুল এতো ছোট ছোট করে কাটা থাকে। আমাদের আজকের এই প্রতিবেদনে রইলো সে সম্পর্কে বিস্তারিত- ১। সবথেকে প্রধান কারণ হিসেবে মনে করা হয়, যুদ্ধকালীন পরিস্থিতিতে চুল ছোট থাকলে তা দেখাশোনা করার জন্য বেশি সময় দিতে হয় না। অনেকের মতে, চিরুণির ব্যবহারের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ সেনাদের দায়িত্বে রয়েছে। ২। আবার ছোট চুল হলে কাউকে আলাদা করে চেনার বিষয় থাকে না। সবাই সমান, সেই অর্থও তুলে ধরার চেষ্টা করা হয় বলে মত অনেকের। ৩। বৃষ্টিতে হোক বা নদীতে নেমে কাজ হোক, ছোট চুল হলে তা তাড়াতাড়ি শুকিয়ে যায়। ৪। অপারেশনের সময় সেনাদের অনেকসময় হেলমেট পরতে দেওয়া হয়। বড় চুল থাকলে সেই হেলমেট পরা অসম্ভব হয়ে যায়। ৫। অনেকে আবার মনে করেন, ছোট চুল হওয়ায় হাওয়া চলাচল ভালো হয়, যার কারণে উত্তপ্ত পরিবেশেও মাথা ঠান্ডা রেখে তারা কাজ করতে পারে। ৬। চুল রাখা নিয়ে নানা বিশ্লেষণ দিয়ে থাকে অনেকেই। তবে অনেকে এত কিছু ভাবনা চিন্তা না করে চুল ছোট রাখে, যাতে স্মার্ট এবং শার্প দেখতে লাগে।
×