ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শীতের সবজির দাম বেড়েছে

প্রকাশিত: ০৩:৫৭, ১৯ জানুয়ারি ২০১৮

শীতের সবজির দাম বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরবরাহ কমায় রাজধানীতে শীতের সবজির দাম কিছুটা বেড়েছে। ঘনকুয়াশার কারণে উত্তরবঙ্গ থেকে রাজধানীতে পণ্যবাহী ট্রাক আসতে সমস্যায় পড়ছে। এছাড়া বেশি কুয়াশার কারণে শীতের সবজির উৎপাদন ব্যাহত হচ্ছে। আর এ কারণে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে সবজির দাম বাড়তি। প্রতিপিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এছাড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিকেজি শিম। প্রতিপিস লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া প্রতিকেজি মরিচ ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমে সবজির এই দাম বেশি বলে ভোক্তাদের অভিযোগ রয়েছে। সবিজর দাম কিছুটা বাড়লে পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের মতো ৬০-৭৫ টাকায়। দাম কমছে ধীর গতিতে। এছাড়া চাল, ডাল, আটা, ভোজ্যতেল ও চিনির দাম অপরিবর্তিত রয়েছে। মাছের দাম স্থিতিশীল রয়েছে। চাহিদা বাড়ায় ব্রয়লার মুরগির দাম বাড়তির দিকে। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামে। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, কাপ্তান বাজার, ফকিরাপুল বাজার এবং মুগদা বড় বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। বাজার করতে এসে পেঁয়াজসহ সবজির দাম চড়া থাকায় অনেকেই বিরক্ত। মুগদা বড় বাজারের সবজি ক্রেতা হানিফ মিয়া জানালেন, এ বছর পেঁয়াজের দাম কমছেই না। মৌসুমের এই সময় সবজি সস্তায় বিক্রি হলেও এবার তার ব্যতিক্রম। এখনও বাড়তি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে। তিনি বলেন, এখন মৌসুমেই যদি বেশি দাম হয় তাহলে সারাবছর কেমন দাম হবে? তবে বিক্রেতারা বলছেন, সবজির দাম সাময়িক বাড়লেও সরবরাহ বাড়লে শীঘ্রই দাম কমে আসবে। এনিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ওই বাজারের বিক্রেতা নাসিম বলেন, প্রতিবছর ঘনকুয়াশা ও শৈত্যপ্রবাহ তৈরি হলে সবজির সরবরাহ কমে যায়। শৈত্যপ্রবাহ কমলেও ঘনকুয়াশায় ট্রাক ঢাকা আসতে পারছে না। এ কারণে দাম বাড়ছে।
×