ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষার মান উন্নয়নে কেশবপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরার মতবিনিময়

প্রকাশিত: ০১:৫৬, ১৯ জানুয়ারি ২০১৮

শিক্ষার মান উন্নয়নে কেশবপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরার মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ শুক্রবার সকালে কেশবপুরে শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, প্রধানমন্ত্রী চান দেশের উন্নয়ন টেকসই করতে শিক্ষিত জগগোষ্টির দরকার। সরকার আপনাদের সহযোগিতা দিচ্ছে। শিক্ষিত সুনাগরিক হিসেবে ছাত্রছাত্রীদের গড়ে তুলবেন। শিক্ষার মান উন্নয়নের জন্য সরকার ফ্রি বই দিচ্ছে। দেশ এখন উন্নয়নের রোল মডেল। টেকসই উন্নয়ন ধরে রাখতে হবে। পুরোন ধারাকে ধরে রাখলে হবে না। শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। সমস্যা কোথায় তা চিহিৃত করতে হবে। কি পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মানুসিক পরিবর্তন হবে তাই করতে হবে। গাইড বই পরিহার করুন। তাদের সাথে বন্ধুর মতো সম্পর্ক করে উৎসাহ দিতে হবে। আদর দিয়ে ভালবাসা দিয়ে তাদের বোঝাতে হবে। নোট ও গাইড বই দিয়ে শিক্ষা দিলে সেই প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে। এরপর মাল্টিমিডিয়া ক্লাস নেয়া হবে। তাতে বাচ্ছা আরও বেশী শিখতে পারবে। আপনাদের ভিশন ২১ ও ৪১ মনে রাখতে হবে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প বলবেন। প্রতিভা বিকাশে তাদের উৎসাহ দিবেন। আমি চাই আপনারা কেশবপুরকে শিক্ষার উদাহারন হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। ছাত্রছাত্রীদের মধ্যে লিডারশীপ তৈরি করেন। সামাজিক অবক্ষয় থেকে বের করে নৈতিকভাবে বাচ্ছাদের গড়ে তুলবেন। প্রয়োজনে আপনাদেরও প্রশিক্ষন দেয়া হবে। প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে কর্তব্যে অবহেলার সমালোচনা করে বলেন, আপনারা ব্যক্তিগত দাবি আদায় করছেন। কিন্তু বাচ্ছাদের নিয়ে আপনারা চিন্তা করেন না। আপনারা সাইন করে প্রতিষ্ঠান থেকে চলে যান। ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। ছাত্রছাত্রীদের হাতে নোট বই তুলে দিয়ে দায়িত্ব শেষ করেন। ধর্ম সবার নিজের নিজের। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। সন্ত্রাস ও জঙ্গীর জায়গা হবে না বাংলাদেশে। কেশবপুর আবু শারাফ সাদেক অডটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে কেশবপুরের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিজানূর রহমান। অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক টি এম জাকির হোসেন, প্রতিমন্ত্রীর এপিএস মনজুরুল আলম হাফিজ, উপজেলা শিক্ষা অফিসার আকবার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম প্রমুখ।
×