ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মা হচ্ছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০০:৩৯, ১৯ জানুয়ারি ২০১৮

মা হচ্ছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ সুখবরটা নিজেই দিলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন, সোশাল মিডিয়ায় জানালেন, মা হতে চলেছেন তিনি। অ’ডুর্ন আর তার পার্টনার ক্লার্ক গেফোর্ড আশা করছেন, আসছে জুনেই তাদের প্রথম সন্তান পৃথিবীর আলো দেখবে। প্রধানমন্ত্রী সেজন্য ছয় সপ্তাহ ছুটিতে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন বলে এক প্রতিবেদনে লিখেছে বিবিসি। ৩৭ বছর বয়সী জেসিন্ডা অ’ডুর্ন নিউ জিল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গত অক্টোবরে। তার দল লেবার পার্টি নির্বাচনে হয়েছিল দ্বিতীয়। কিন্তু কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ছোট দল ফার্স্ট পার্টির নেতা উইনস্টন পিটার্সের সমর্থন নিয়ে সরকার গঠন করেন অ’ডুর্ন। তিনি জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তিনি প্রথম বুঝতে পারেন প্রধানমন্ত্রী হওয়ার ডাক পাওয়ার মাত্র ছয় দিন আগে। ইনস্টাগ্রামে সেই সুখবর তিনি সবাইকে জানিয়েছেন শুক্রবার। সেখানে অ’ডুর্ন লিখেছেন, তিনি হবেন প্রধানমন্ত্রী এবং একইসঙ্গে একজন মা। আর গেফোর্ড আপাতত বাবা হিসেবে ঘর সামলাবেন।
×