ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তামিম, সাকিব, মুশফিকের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ ৩২০/৭

প্রকাশিত: ২৩:০৮, ১৯ জানুয়ারি ২০১৮

তামিম, সাকিব, মুশফিকের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ ৩২০/৭

অনলাইন রিপোর্টার ॥ টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় বাংলাদেশ। অসাধারন ব্যাটিং তন্ডবে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশে ৭ উইকেটে করেছেন ৩২০ রান। শেষ ওভারে বাংলাদেশ সংগ্রত করে ১৯ রান। মাঝখানে মূলত তামিম, সাকিব ও মুশফিক হাফ সেঞ্চুরির সুবাদেই এই বড় রানের সংগ্রহ দাড়িয়েছে বাংলাদেশের। সাকিব ব্যক্তিগত ৬৭ রান করে গুনারত্নেকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান । মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন দুই ওপেনার তামিম ও বিজয়। তবে দুইবার জীবন পেয়েও সেটাকে কাজে লাগাতে ব্যর্থ হন বিজয়। ব্যক্তিগত ৩৫ রান করে সাজঘরে ফিরে যান এই ওপেনার। বিজয়ের আউটের পর উইকেটে এসে প্রথম থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকেন সাকিব। খোলস ছেড়ে বের হন তামিমও। ওপেনার তামিম দেখা পান ক্যারিয়ারের ৪০তম হাফসেঞ্চুরির। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮৪ রান। ১০২ বলে ৭টি চার ও দুটি ছক্কায় এই রান করেন এই ওপেনার। আর এতেই ভাঙে সাকিবের সঙ্গে তামিমের ৯৯ রানের জুটি। এর পর মুশফিক করেন ৫২ বলে ৬২ রান ও সাব্বিরন ১২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে পেরেরা পেয়েছেন ৩ উকেট। বিরতির পর শ্রীলঙ্কা ৩২১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামবে।
×