ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদার্থবিদ জিয়াউদ্দিন আহমাদ আর নেই

প্রকাশিত: ২২:১৭, ১৯ জানুয়ারি ২০১৮

পদার্থবিদ জিয়াউদ্দিন আহমাদ আর নেই

অনলাইন রির্পোটার ॥ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-স্পারসোর সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু আবদুল্লাহ জিয়াউদ্দিন আহমাদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন এ পদার্থবিদের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। স্ত্রী, ছেলেমেয়ে ও তিন নাতি-নাতনি রেখে গেছেন অধ্যাপক জিয়াউদ্দিন। শুক্রবার জুমার নামাজের পর ধানমণ্ডির ৬/এ রোডের ঈদগাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। অধ্যাপক জিয়াউদ্দিন দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০ বছরের বেশি সময় গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। ব্র্যাক ইউনিভার্সিটির ম্যাথমেটিকস অ্যান্ড ন্যাচারাল সায়েন্স বিভাগের চেয়ারপারসন হিসেবে ১৫ বছর দায়িত্ব পালনের পর সম্প্রতি তিনি অবসরে যান। ১৯৩৮ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করা আবু আবদুল্লাহ জিয়াউদ্দিন আহমাদ পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজ অব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিনে ‘হাই এনার্জি ফিজিক্সে’র ওপর গবেষণার জন্য ১৯৬৫ সালে তিনি পিএইচডি ডিগ্রি পান।
×