ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমি ভাংচুরকারী আমাকে গ্রেফতার কর’

প্রকাশিত: ১৭:৫৫, ১৯ জানুয়ারি ২০১৮

আমি ভাংচুরকারী আমাকে গ্রেফতার কর’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের গেট ভাংচুরের ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার গভীর রাত থেকে টিএসসির সামনে ওই ভাস্কর্যের বেদীর ধাপে তারা অবস্থান নিয়েছেন। তাদের পাশে রাখা প্ল্যাকার্ডে লেখা-‘আমি ভাংচুরকারী আমাকে গ্রেপ্তার কর’, ‘আমি আন্দোলনকারী আমাকে গ্রেপ্তার কর’, আমি অজ্ঞাতনামা আমাকে গ্রেফতার কর। অবস্থানকারীদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র রাজীব কুমার দাশ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তৃতীয় বর্ষের মাহির শাহরিয়ার রেজা সহ অন্যরা রয়েছেন। রাজীব বলেন, আমিও ওই দিনের ঘটনায় ভাংচুর করেছি, আন্দোলন করেছি। প্রশাসন, পুশিল আমাকে গ্রেপ্তার করুক। বিশ্ববিদ্যালয় নিপীড়কদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রতিবাদকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে। তিনি প্রক্টরের পদত্যাগ দাবি করেন। এদিকে, সন্ধ্যায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে মশাল মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে সাধারণ ছাত্র-ছাত্রীরা ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে প্রতিহত করতে ছাত্রলীগ ডেকে আনেন বলে অভিযোগ উঠে। ছাত্রলীগ নেতা-কর্মীরা এসে কিছু আন্দোলনরতদের মারধর এবং আন্দোলন ছাত্রীদের ঘিরে ধরে শ্লীলতাহানী করে। এই ঘটনার বিচার দাবিতে সাধারণ ছাত্র-ছাত্রীরা বুধবার বিশ্ববিদ্যালয় প্রক্টরকে সাত ঘন্টা অবরুদ্ধ করে রাখে এবং প্রশাসনকে ঘটনার সুষ্ঠু তদন্ত করা সহ তিনদফা দাবি দিয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়। প্রক্টরকে অবরুদ্ধ করার ঘটনায় শাহবাগ থানায় বৃহস্পতিবার অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করে বিশ^বিদ্যালয় প্রশাসন।
×