ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের ফেক নিউজ এ্যাওয়ার্ড ॥ সিএনএন শীর্ষে

প্রকাশিত: ০৮:০৭, ১৯ জানুয়ারি ২০১৮

ট্রাম্পের ফেক নিউজ এ্যাওয়ার্ড ॥ সিএনএন শীর্ষে

জনকণ্ঠ ডেস্ক ॥ নোবেলজয়ী অর্থনীতিবিদসহ প্রথম সারির কয়েকটি মার্কিন গণমাধ্যমকে সবচেয়ে অসৎ এবং দুর্নীতিগ্রস্ত সংবাদমাধ্যম শিরোপা দিয়ে ফেক নিউজ এ্যাওয়ার্ড ২০১৭ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প। নানা ভাষায় দেশটির মূল ধারার সংবাদমাধ্যমগুলোর সমালোচনা করে আসা ট্রা¤প গত ৩ জানুয়ারিতে ফেক মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন। এখন তিনি এ পুরস্কার বিজীয়দের নাম ঘোষণা করলেন। খবর বিসিসির। বুধবার ট্রা¤প তার অতি পছন্দের টুইটারেই ফেক নিউজ এ্যাওয়ার্ড বিজেতাদের নাম ঘোষণা করেন। ১০ পুরস্কার বিজয়ীর একটি তালিকাও তিনি দিয়েছেন নিজ দল রিপাবলিকান পার্টির ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্কটি ট্রা¤প তার টুইটেও দিয়েছেন। প্রথম পুরস্কার পেয়েছে মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস। সেখানে নিয়মিত কলাম লেখক নোবেলজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগমানকেও ট্রা¤প রেখেছেন শীর্ষে। তালিকায় দ্বিতীয়স্থানে এবিসি নিউজ, তৃতীয়স্থানে সিএনএন এবং এর পর আছে যথাক্রমে ওয়াশিংটন পোস্ট, টাইম ম্যাগাজিন ও নিউজ উইকের নাম। ট্রাম্প এবং তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র উইকিলিক্সের হ্যাক হওয়া নথিপত্র হাতে পেয়েছিলেন দাবি করে একটি সংবাদ লেখনীর জন্য সিএনএন তালিকার উপরের দিকে রয়েছে। ১০ টির মধ্যে চারটি ‘পুরস্কারই’ পেয়েছে এই সংবাদমাধ্যম। সবশেষে ‘ভুয়া খবরের পুরস্কার’ ঘোষণায় যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সঙ্গে আঁতাতের বিষয়টিই সবচেয়ে বড় ধাপ্পাবাজি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংবাদমাধ্যমগুলোকে আক্রমণের নিশানা করে ট্রা¤েপর ৮ জানুয়ারিতেই এ এ্যাওয়ার্ড ঘোষণার কথা থাকলেও পরে তা পিছিয়ে ১৭ জানুয়ারি করা হয় বলে জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকা। পুরস্কার ঘোষণার পর রিপাবলিকন পার্টির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০১৭ সালজুড়ে পক্ষপাতমূলক, অসততাপূর্ণ এবং পুরোপুরি ভুয়া খবর প্রচার হয়েছে। খবরাখবরগুলো খতিয়ে দেখা গেছে, গণমাধ্যমগুলো প্রেসিডেন্ট ট্রা¤পকে নিয়ে যে সমস্ত সংবাদ প্রচার করেছে তার ৯০ শতাংশই ছিল নেতিবাচক।
×