ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বস্ত প্রতিবেশীর সম্পর্ক উপভোগ করছে ভারত ও বাংলাদেশ ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:০৬, ১৯ জানুয়ারি ২০১৮

বিশ্বস্ত প্রতিবেশীর সম্পর্ক উপভোগ করছে ভারত ও বাংলাদেশ ॥ পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারত এখন সম্পর্ক উপভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে মাইলফলক পদক্ষেপ নিয়েছেন বলেও জানান তিনি। বৃহস্পতিবার দিল্লীতে রাইসিনা সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দিল্লীর বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার রাইসিনা সংলাপে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, গত চার দশকের মধ্যে এখন বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিশেষ অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত নয় বছরে দুই দেশের মধ্যে নিরাপত্তা, আন্তঃযোগাযোগ, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি বিনিময়, বিদ্যুত সহযোগিতা, বাণিজ্য ও সামরিক সহযোগিতা বেড়েছে বলে জানান তিনি। মাহমুদ আলী বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে বাংলাদেশ ও ভারত নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। একই সঙ্গে এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে দুই দেশ একযোগে কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, ‘জঙ্গীবাদ প্রতিরোধে বাংলাদেশ জিরো টলারেন্স ভূমিকা পালন করবে। এছাড়া বাংলাদেশের মাটি কোন প্রতিবেশী দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না।’ জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রশ্নে গত বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন দৃঢ় অবস্থান রয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে আঞ্চলিক সহযোগিতা ও আন্তঃযোগাযোগ বাড়াতে জোর দিয়ে আসছেন। রোহিঙ্গা সঙ্কটের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়াটাই হলো এই সমস্যার একমাত্র সমাধান। বাংলাদেশ এ লক্ষ্যে ফিজিক্যাল এ্যারেঞ্জমেন্ট চুক্তি সই করেছে। রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের ওপর চাপ দেয়ার জন্য ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানান।
×