ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এখন নির্বচন হলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:০২, ১৯ জানুয়ারি ২০১৮

এখন নির্বচন হলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশে এখন নির্বাচন হলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি করেন। বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে ফখরুল বলেন, এই ফ্যাসিস্ট সরকার, যারা গণতন্ত্রকে একবার নয় বহুবার ধ্বংস করেছে, তারা আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে একটা একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে ফখরুল বলেন, মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কষ্ট দিচ্ছে সরকার। আজকে আমরা সবাই জানি, এই মামলা মিথ্যার উপর প্রতিষ্ঠিত, কিন্তু এই মিথ্যা মামলা দিয়ে তাকে সপ্তাহে ৫ দিন আদালতে আটকে রাখার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, আমরা এই গণতন্ত্র বিরোধী শক্তিকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাই না বিএনপিকে ধ্বংস করে দিয়ে দেশের স্বাধীনতাকে বিপন্ন করে একটা অপশক্তি আমাদের বুকের উপরে দিনের পর দিন চেপে থাকুক। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আসুন আমরা আজকের এই দিনে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বর্তমান সরকারকে বাধ্য করি। আসুন শপথ নিই জনগণের সরকার প্রতিষ্ঠার। আসুন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের প্রস্তুতি নেই। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তা না হলে সে নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না। তাই সরকারকে বলব কালবিলম্ব না করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তা না হলে আন্দোলন করে এ দাবি আদায় করা হবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আযম খান, সাংবাদিক মাহবুব উল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরীন খান প্রমুখ।
×