ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে ॥ কাল ঢাকার ভোট

প্রকাশিত: ০৭:৪৩, ১৯ জানুয়ারি ২০১৮

ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে ॥ কাল ঢাকার ভোট

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনে ঢাকার কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ কাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) এবং শারীরিক শিক্ষা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। কেন্দ্রগুলো হলো ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন (১ থেকে ১৮০০০ পর্যন্ত আজীবন সদস্য), ছাত্র-শিক্ষক কেন্দ্র (১৮০০১ থেকে ৩৭২৩৩ পর্যন্ত আজীবন সদস্য) এবং শারীরিক শিক্ষা কেন্দ্র (৩৭২৩৪ থেকে ৪৩৯৯৭ পর্যন্ত এককালীন সদস্য)। আগামী ২১ জানুয়ারি রবিবার সকল কেন্দ্রের ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। সরকারী-বেসরকারীসহ রাজধানীর অধিকাংশ প্রতিষ্ঠানের রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা বলছেন, মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে লড়ছে ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’। অপর পক্ষ রয়েছে জাতীয়তাবাদী পরিষদ ও প্রগতিশীল পরিষদ। এ তিন পরিষদের মধ্যে ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’ প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছে। এ পরিষদে দেশের বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। যারা বাঙালী জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার লক্ষে কাজ করছেন। তাই গত নির্বাচনের (২০১৩ সালে) মতই এ বছরও বিজয়ী হবে ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ। জানা গেছে, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ১ থেকে ১৮ হাজার পর্যন্ত ভোট গ্রহণ হবে (যারা আজীবন সদস্য)। এছাড়া ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ১৮ হাজার ১ থেকে ৩৭ হাজার ২৩৩ পর্যন্ত (যারা আজীবন সদস্য) এবং শারীরিক শিক্ষা কেন্দ্র ৩৭ হাজার ২৩৪ থেকে ৪৩ হাজার ৯৯৭ পর্যন্ত (এককালীন সদস্য) ভোট গ্রহণ হবে। কোন ভোটার ২৫টি’র বেশি ভোট প্রদান করলে তার সকল ভোট বাতিল হবে। এছাড়া ব্যালট পেপার কোর ক্রমেই ভাজ করা যাবে না।
×