ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাত পাপড়ির ফুল

প্রকাশিত: ০৭:২৬, ১৯ জানুয়ারি ২০১৮

সাত পাপড়ির ফুল

বাঁধাকপির মতো দেখতে ফুলটির নাম র‌্যাফলেসিয়া আর্নল্ড। এটি আকারে অনেক বড় হয়। সাত পাপড়িবিশিষ্ট র‌্যাফলেসিয়া আর্নল্ড ফুলটি মূলত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে দেখা যায়। ব্রিটেনের স্ট্যামফোর্ড র‌্যাফলেস ও উদ্ভিদ বিজ্ঞানী জোসেফ আর্নল্ডের নামানুসারে ফুলটির নামকরণ করা হয়েছে। বুধবার সুমাত্রার পাদাং গুচি থেকে ছবিটি তোলা হয়। -এএফপি ষাঁড়ের লড়াই হিমালয় কন্যা নেপালে মাঘসংক্রান্তি উৎসব জনপ্রিয়। সম্প্রতি দেশটির রাজধানী কাঠমান্ডুর ৮০ কিলোমিটার দূরের নোয়াকোট জেলার তারকা গ্রামে মাঘসংক্রান্তি উৎসব উপলক্ষে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। হিমালয়ের পাদদেশে খোলা মাঠে আয়োজিত ষাঁড়ের লড়াই দেখতে কয়েক হাজার নেপালী জড়ো হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী নেপালে শীতের শেষে মাঘসংক্রান্তি উৎসব আয়োজন করা হয়। -এএফপি
×